ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নেওয়া পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা এখনও পুরো পারিশ্রমিক না পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। বুধবার (০৯ এপ্রিল) দুপুরে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর নামে দেওয়া এ চিঠি জমা দেন তারা।
যদিও নিজামউদ্দিন চৌধুরীকে অফিসে না পেয়ে ক্রিকেটাররা প্রথমে বোর্ড পরিচালক নাজমুল আবেদীনের কাছে চিঠিটি তুলে দেন। পরে সেটি সিইওর দপ্তরে জমা দেওয়া হয়।
দিনের শুরুতে পারটেক্স ক্রিকেটারদের অনুশীলন বর্জনের খবর ছড়িয়ে পড়ে। যদিও কয়েকজন খেলোয়াড়কে একাডেমি মাঠে জার্সি পরে অনুশীলনে দেখা যায়, বেশিরভাগ খেলোয়াড়ই অনিশ্চয়তায় সময় কাটান জিমে বসে। পারিশ্রমিক না মেটানোর প্রতিবাদে এবং কোনো আশ্বাস না পেয়ে দুপুরে বিসিবিতে যান তারা।
সাব্বির রহমান ও মুক্তার আলীর মতো জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটাররাও উপস্থিত ছিলেন এই দলে। ক্রিকেটারদের অভিযোগ, চলতি মৌসুমে তুলনামূলক কম পারিশ্রমিকে চুক্তিবদ্ধ হলেও সেটার পুরো অর্থ এখনও বুঝে পাননি তারা। তাই বাধ্য হয়ে বিসিবিতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাতে হয়েছে। সমাধান না মিললে ম্যাচ বর্জনের পথেও যেতে পারেন বলে সতর্ক করেছেন খেলোয়াড়রা।
এ বিষয়ে পারটেক্সের এক কর্মকর্তার ভাষ্য, ‘৬০ শতাংশ পারিশ্রমিক আমরা পরিশোধ করেছি। বাকি অংশও দেওয়া হবে। খেলোয়াড়েরা হয়তো ভয় পাচ্ছে যে দল ভালো না করলে পুরো টাকা পাবে না।’
বিপিএলের পর এবার ঢাকা প্রিমিয়ার লিগেও ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে জটিলতা সামনে আসলো। বিষয়টি নিয়ে বিসিবি কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার অপেক্ষা।