Homeখেলাধুলানিষেধাজ্ঞা থেকে রক্ষা পেলেন রিয়ালের চার ফুটবলার

নিষেধাজ্ঞা থেকে রক্ষা পেলেন রিয়ালের চার ফুটবলার


চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের মহারণের আগে বড় দুঃশ্চিন্তা কাটল রিয়াল মাদ্রিদের। বিতর্কিত উদযাপনের কারণে নিষেধাজ্ঞার মুখে পড়তে যাওয়া কিলিয়ান এমবাপ্পে, আন্তোনিও রুডিগার, ভিনিসিয়ুস জুনিয়র এবং দানি সেবায়েসকে খেলার অনুমতি দিয়েছে উয়েফা। ফলে আর্সেনালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তাদের খেলতে কোনো বাঁধা থাকছে না।

অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে পেনাল্টি শুটআউটে রিয়ালের উত্তেজনাকর জয় শেষে উদযাপনে মাত্রা ছাড়িয়ে গিয়েছিলেন রিয়ালের ফুটবলারদের। রুডিগার ‘গলা কেটে ফেলার’ ইঙ্গিত দেন আতলেতিকো সমর্থকদের দিকে, আর এমবাপ্পে করেন আপত্তিকর অঙ্গভঙ্গি।

তাদের বিরুদ্ধে ‘শালীন আচরণবিধি লঙ্ঘনের’ অভিযোগ তোলে উয়েফা। শুক্রবার উয়েফার শৃঙ্খলা কমিটি জানায়, উভয় খেলোয়াড়কে এক ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হলেও তা এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে—অর্থাৎ আপাতত খেলতে কোনো বাধা নেই।

রুডিগারকে ৪০,০০০ ও এমবাপেকে ৩০,০০০ ইউরো জরিমানাও গুনতে হবে।

ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেয়নি উয়েফা, তবে দানি সেবায়োস পেয়েছেন ২০,০০০ ইউরোর জরিমানা।

উয়েফার এই সিদ্ধান্তে বেশ স্বস্তিতে রিয়াল শিবির, কারণ আর্সেনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মধ্যমাঠের শক্তি টচুয়ামেনিকে পাচ্ছে না দল।

রুডিগার এবার চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের ১২টি ম্যাচের ১১টিতে খেলেছেন এবং অ্যাথলেটিকোর বিপক্ষে টাইব্রেকারে শেষ পেনাল্টি গোলটি করেছিলেন। সর্বশেষ কোপা দেল রের সেমিফাইনালেও তার গোলে রিয়াল নিশ্চিত করেছে ফাইনালের টিকিট।

মাঠের লড়াইয়ের আগে মানসিক যুদ্ধেও যে কতো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তার এক নিদর্শন যেন এই রায়। এখন দেখার পালা, লন্ডনে আর্সেনালের দুর্গে রিয়ালের তারকারা কতটা আলো ছড়াতে পারেন!





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত