Homeখেলাধুলাদ্রুতগতির নাহিদ রানায় মুগ্ধ ডেল স্টেইন

দ্রুতগতির নাহিদ রানায় মুগ্ধ ডেল স্টেইন


নাহিদ রানার স্পিড আর আগ্রাসন যেন নতুন দিগন্ত খুলে দিয়েছে বাংলাদেশের পেস আক্রমণে। তরুণ এই ফাস্ট বোলারের প্রথম আইসিসি টুর্নামেন্ট ম্যাচেই নজর কেড়েছেন ক্রিকেট বিশ্বের, বিশেষ করে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইনের।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ ওভারে ৪৩ রান খরচ করলেও নাহিদ সবচেয়ে বড় শিকার হিসেবে তুলে নেন কেন উইলিয়ামসনকে। তার বোলিংয়ের গতি ও আগ্রাসন দেখে প্রশংসায় পঞ্চমুখ স্টেইন।

“চমৎকার গতি!”—স্টেইনের প্রশংসা

ইএসপিএনক্রিকইনফোর পোস্ট-ম্যাচ বিশ্লেষণে স্টেইন বলেন, ‘গতি দারুণ! উইলিয়ামসনকে আউট করা ওভারটি দেখলেই বোঝা যায়। মনে হচ্ছিল, তিনি খানিকটা বিচলিত ছিলেন। সাধারণত উইলিয়ামসন প্রথমদিকে মাথা ঠান্ডা রেখে বল খেলে, কিন্তু এখানে তিনি খোলামেলাভাবে ব্যাট চালিয়েছেন। নাহিদ রানার মধ্যে কিছু একটা রয়েছে। যে কেউ যদি ১৫০ কিমি/ঘণ্টা গতিতে বল করতে পারে, তবে সে অবশ্যই ব্যাটসম্যানদের পরীক্ষা নিবে।’

এদিকে, বাংলাদেশের সামগ্রিক পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে স্টেইন আরও যোগ করেন, ‘আবারও একটি আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশ নিজেদের সেরাটা দিতে পারেনি, যা সত্যিই দুঃখজনক।’

নাহিদের বলের গতি ও সুইং ইতোমধ্যেই ক্রিকেট বিশেষজ্ঞদের নজর কেড়েছে। নিউজিল্যান্ডের সেঞ্চুরিয়ান রাচিন রবীন্দ্রও রানার প্রশংসা করেছেন। তবে সবচেয়ে বড় স্বীকৃতি আসে স্টেইনের মতো কিংবদন্তির কাছ থেকে।

বিশ্বমানের ব্যাটসম্যানের উইকেট তুলে নেওয়া যে কোনো তরুণ পেসারের জন্য বড় ব্যাপার। নাহিদ রানার ক্ষেত্রে এটি হতে পারে আরও বড় কিছু শুরু হওয়ার ইঙ্গিত। ভক্তরা এখন তার কাছ থেকে আরও দুর্দান্ত পারফরম্যান্সের অপেক্ষায়।

বাংলাদেশ যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের পরাজয়ের ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে, তবে নাহিদের পারফরম্যান্স ভবিষ্যতের জন্য আশার আলো হয়ে রইল।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত