দীর্ঘ নিষেধাজ্ঞার পর আবারও নাসির হোসেন ফিরছেন ক্রিকেটের সবুজ ঘাসের মঞ্চে। বাংলাদেশের সাবেক অলরাউন্ডার নাসির হোসেনকে আনুষ্ঠানিক ক্রিকেটে ফিরতে সবুজ সংকেত দিয়েছে আইসিসি। আজ ৭ এপ্রিল থেকে তিনি খেলতে পারবেন সব ধরনের অফিসিয়াল ক্রিকেটে।
আইসিসির অ্যান্টি-করাপশন কোড লঙ্ঘনের দায়ে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে নাসির হোসেনকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়, যার মধ্যে ছয় মাস ছিল স্থগিত। শাস্তির অংশ হিসেবে তাকে বাধ্যতামূলকভাবে অংশ নিতে হয় একটি অ্যান্টি-করাপশন এডুকেশন সেশনেও।
সেই সব শর্ত পূরণ করায় আজ (সোমবার) থেকে আবারও আনুষ্ঠানিক ক্রিকেটে অংশগ্রহণে তার কোনো বাধা নেই বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ।
৩৩ বছর বয়সী এই ক্রিকেটার ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হয়ে ১১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে দলের জন্য ছিলেন নির্ভরতার আরেক নাম।
নাসিরের প্রত্যাবর্তনে ঘরোয়া ক্রিকেটে নতুন করে আলোচনার জন্ম দিতে পারে। এবার দেখার পালা, মাঠে ফিরেই তিনি কতটা প্রভাব ফেলতে পারেন।