চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের ইনিংস শুরুটা একেবারেই ভালো হলো না। বাংলাদেশের দেওয়া ২৩৭ রানের সল্প লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় কিউইরা। তাসকিন আহমেদের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হন উইল ইয়াং। এরপর নাহিদ রানার ওভারে সাজঘরে ফিরে যান কিউইদের সেরা ব্যাটার কেইন উইলিয়ামসন।
তৃতীয় ওভারের তৃতীয় বলে উইলিয়ামসনকে ক্যাচ আউট করেন মুশফিকুর রহিম। নাহিদের ১৪৭.৫ কিমি গতির ইনসুইঙ্গারে ব্যাটের কানা ছুঁয়ে বল যায় উইকেটরক্ষকের হাতে। মাত্র ৫ রান করেই বিদায় নেন কিউই গ্রেট। তার বিদায়ের পর চাপে পড়ে যায় নিউজিল্যান্ড।
এর আগে প্রথম ওভারে উইকেট মেইডেন নেন তাসকিন। তার করা ইনিংসের প্রথম ওভারের শেষ বলে দুর্দান্ত এক ইনসুইং ডেলিভারিতে বোল্ড হন কিউই ওপেনার উইল ইয়াং।
রাওয়ালপিন্ডিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩৬ রানে থামে বাংলাদেশ। কিউইদের আমন্ত্রণে প্রথমে ব্যাট করে টাইগাররা ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৬ রান সংগ্রহ করে।
ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভর করে এগিয়ে যায় বাংলাদেশ। ৭৭ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন তিনি, ৯টি চারের মার থাকলেও ছিল না কোনো ছক্কা। জাকের আলীর ৪৫ রানের কার্যকরী ইনিংস আর রিশাদ হোসেনের ২৬ রানের ক্যামিও বাংলাদেশকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেয়।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিলেন মাইকেল ব্রেসওয়েল। তিনি ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। ও’রউর্ক ২টি ও ম্যাট হেনরি, কাইল জেমিসন ১টি করে উইকেট নেন।