Homeখেলাধুলাঢাকাকে হারিয়ে প্লে অফে মিরাজের খুলনা

ঢাকাকে হারিয়ে প্লে অফে মিরাজের খুলনা


বিপিএলের লিগ পর্বের শেষ দিনে খুলনা টাইগার্সের জন্য সমীকরণটা সহজ ছিল। জয় তাদেরকে নিয়ে যাবে প্লে অফে আর পরাজয় তাদের আসরের সমাপ্তি ঘটাবে এখানেই। মেহেদী হাসান মিরাজের দল মিরপুরে ঢাকাকে উড়িয়ে খুব সহজেই সেই সমীকরণটা মিলিয়ে ফেলল। ঢাকার বিরুদ্ধে ৬ উইকেটের জয়ে শেষ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করল খুলনা। খুলনার জয়ে বিদায় নিশ্চত হল এবারের আসরের বিতর্কিত দল দুর্বার রাজশাহীর।

শনিবার (০১ ফেব্রুয়ারি) মিরপুরে নেতৃত্ব যখন সামনে থেকে উদাহরণ সৃষ্টি করে, তখন জয় আসাটা সময়ের ব্যাপার মাত্র সেটাই করে দেখালেন মিরাজ। নির্ভার অথচ বিধ্বংসী ব্যাটিংয়ে ৫৫ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলে খুলনা টাইগার্সকে বাঁচা-মরার ম্যাচেও দারুণ জয় এনে দিলেন।

ঢাকার দেওয়া ১২৪ রানের সহজ লক্ষ্য ১৬.৫ ওভারে ছুঁয়ে ফেলায় খুলনা বিপিএলের প্লে-অফ নিশ্চিত করল, আর এর ফলে রাজশাহীর বিদায়ের ঘণ্টা বাজল।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকেছে ঢাকা ক্যাপিটাল। এক প্রান্তে তানজিদ হাসান ঝড় তুললেও, অন্যপ্রান্তে উইকেট হারানোর মিছিল চলে। তানজিদের ৩৭ বলে ৫৮ রানের বিধ্বংসী ইনিংস ঢাকা বড় সংগ্রহের স্বপ্ন দেখালেও, তার আউটের পর ব্যাটিং ধসে পড়ে। শেষ পর্যন্ত ২০ ওভারে ১২৩/৯ রানে থামে তাদের ইনিংস।

খুলনার বোলিংয়ে সবচেয়ে দাপুটে ছিলেন হাসান মাহমুদ (৪-১-৫-২) ও উইলিয়াম বোসিস্টো (৪-০-১০-২)। তারা ঢাকার ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন।

১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে খুলনা। কিন্তু মিরাজের ব্যাটে পাল্টা আক্রমণ শুরু হয়। তিনিই পুরো ইনিংস একাই টেনে নিয়ে যান। একপাশে ধস নামলেও মিরাজ ছিলেন অবিচল, তার ৫ চার ও ৪ ছক্কার দাপুটে ব্যাটিংয়ে খুলনা ১৬.১ ওভারে জয় নিশ্চিত করে।

ঢাকার হয়ে মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন, তবে বাকিরা খুব একটা ভালো করতে পারেননি।

এই জয়ের ফলে খুলনা টাইগার্স বিপিএল ২০২৫-এর প্লে-অফ নিশ্চিত করল। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ পর্বের আগে মেহেদী হাসান মিরাজের এই ইনিংস দলকে বিশ্বাস ও আত্মবিশ্বাস দুটোই এনে দিল।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত