Homeখেলাধুলাট্রফি মঞ্চে পাকিস্তানের প্রতিনিধি না থাকায় শোয়েব আখতারের ক্ষোভ

ট্রফি মঞ্চে পাকিস্তানের প্রতিনিধি না থাকায় শোয়েব আখতারের ক্ষোভ


আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ফাইনাল শেষে ভারত শিরোপা উল্লাসে মেতেছিল, কিন্তু সেই মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো প্রতিনিধি না থাকায় বিস্ময় প্রকাশ করেছেন সাবেক পাক গতিতারকা শোয়েব আখতার।

নিজ দেশের বোর্ডের অনুপস্থিতিতে হতাশ শোয়েব এক্সে দেওয়া এক ভিডিওবার্তায় বলেন, ‘ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, কিন্তু লক্ষ্য করলাম, পিসিবির কোনো প্রতিনিধি নেই! পাকিস্তানই ছিল আয়োজক, অথচ ট্রফি প্রদানের সময় কেউ ছিল না? এটা আমার বোধগম্য নয়। বিশ্বমঞ্চে এটি পাকিস্তানের বড় সুযোগ ছিল, কিন্তু সেই জায়গায় আমরা নেই— দেখে সত্যিই খারাপ লাগছে।’

ফাইনালের উপস্থাপনায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট রজার বিনি ভারতীয় ক্রিকেটারদের ‘হোয়াইট জ্যাকেট’ পরিয়ে দেন এবং ম্যাচ অফিসিয়ালদের মেডেল তুলে দেন। আইসিসি চেয়ারম্যান জয় শাহ রোহিত শর্মার হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেন এবং ভারতীয় দলকে মেডেল পরিয়ে দেন। অথচ পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো কর্মকর্তা ছিলেন না মঞ্চে।

প্রতিযোগিতাটি পাকিস্তানের আয়োজনে হয়েছিল, তবে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারত সেখানে খেলতে রাজি হয়নি। ফলস্বরূপ, পিসিবি ‘হাইব্রিড মডেল’ মেনে নেয় এবং ভারতের ম্যাচগুলো দুবাইতে আয়োজন করা হয়।

তিন সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতায় ভারত অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়। তবে পুরো টুর্নামেন্টে ভারতের সুবিধাজনক পরিস্থিতি নিয়ে সমালোচনা ছিল প্রবল। দুবাইতে এককভাবে খেলায় তারা স্বস্তিদায়ক পরিস্থিতি পেয়েছে, যেখানে অন্যান্য দলকে একাধিক ভেন্যুতে ভ্রমণ করতে হয়েছে।

পাকিস্তানের আয়োজক হয়েও চূড়ান্ত মঞ্চে বোর্ডের অনুপস্থিতি শুধু শোয়েব আখতার নন, অনেক ক্রিকেট বিশ্লেষকের মাঝেও প্রশ্ন তুলেছে— আয়োজক হয়েও পাকিস্তান কি সত্যিই আইসিসির চোখে মর্যাদা পেল?





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত