২০ এপ্রিল শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ। সেই ম্যাচকে সামনে রেখে সিলেটে চলছে বাংলাদেশ দলের প্রস্তুতি। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামের দিন ছিল ক্রিকেটারদের। আর এই ছুটির দিনটাকে রঙিন করে তুলতে খেলোয়াড়েরা বেছে নিলেন সিনেমা দেখার আনন্দ।
সিলেটের গ্র্যান্ড হোটেলের নিজস্ব মুভি থিয়েটার রুমে বসে তারা উপভোগ করলেন শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা। জানা গেছে, মানসিক চাপ কমানো এবং খেলোয়াড়দের মাঝে সতেজতা ফিরিয়ে আনতেই এ আয়োজন করে টিম ম্যানেজমেন্ট।
একটি ছবিতে দেখা যায় — হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন, মাহমুদুল হাসান জয়, মেহেদী হাসান মিরাজ, সৈয়দ খালেদ আহমেদ, সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, স্পিন কোচ সোহেল ইসলাম, কম্পিউটার অ্যানালিস্ট শাওন এবং টিম ম্যানেজার নাফিস ইকবাল সবাই মিলে সিনেমাটি উপভোগ করছেন।
প্রস্তুতি ও সিরিজের চাপের মাঝে খেলোয়াড়দের মানসিকভাবে সতেজ রাখতে কখনো টিম ডিনার, কখনো সিনেমা দেখা — এ ধরনের আয়োজন দলের মধ্যে ইতিবাচক পরিবেশ বজায় রাখে।
এদিকে দুপুরের আগেই এক ফ্লাইটে সিলেট পৌঁছেছে সফরকারী জিম্বাবুয়ে দল। আগামীকাল থেকে অনুশীলনে নামবে ক্রেইগ এরভিন, শন উইলিয়ামসরা। সকালে শুরু হবে তাদের প্রস্তুতি সেশন।