Homeখেলাধুলাজয়সওয়ালের বিতর্কিত আউট নিয়ে যা বললেন রোহিত

জয়সওয়ালের বিতর্কিত আউট নিয়ে যা বললেন রোহিত


বক্সিং ডে টেস্টের পঞ্চম দিনে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতের ব্যাটার যশস্বী জয়সওয়ালের বিতর্কিত আউট নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। প্যাট কামিন্সের বাউন্সার খেলতে গিয়ে উইকেটকিপার অ্যালেক্স কেরির হাতে ধরা পড়েন জয়সওয়াল। তবে রিপ্লেতে দেখা যায়, বল তার গ্লাভস ছুঁয়েছে কিনা তা স্পষ্ট নয়।

থার্ড আম্পায়ার প্রযুক্তি ব্যবহার করে স্নিকোতে কোনও প্রমাণ পাননি। তবে সাইড অ্যাঙ্গেল থেকে সিদ্ধান্ত নেন যে জয়সওয়ালের ডান হাতের আঙুলে বল লেগেছে। ফলে তাকে আউট ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তের পর থেকেই বিতর্ক দানা বাঁধে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এই সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘প্রযুক্তি পুরোপুরি নির্ভুল নয়, কিন্তু খালি চোখে বল তার কিছু একটা ছুঁয়েছে মনে হয়েছে। তবে, বারবার আমাদের দলই এই ধরনের সিদ্ধান্তের শিকার হচ্ছে।’

রোহিত আরও বলেন, ‘ভারত থেকে শুরু করে এখন পর্যন্ত এমন অনেক পরিস্থিতি আমাদের বিপক্ষে গেছে। আমরা কিছুটা দুর্ভাগা। তবে এসব নিয়ে বেশি ভাবতে চাই না।’

এদিকে, সাবেক আইসিসি এলিট আম্পায়ার সাইমন টফেল থার্ড আম্পায়ারের সিদ্ধান্তকে সঠিক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘আম্পায়ার বলের স্পষ্ট প্রতিফলন দেখে সিদ্ধান্ত নিয়েছেন, যা যথার্থ। স্নিকোতে সাপোর্ট না থাকলেও বলের ডিফ্লেকশন যথেষ্ট প্রমাণ ছিল।’

এই বিতর্কিত সিদ্ধান্ত ভারতীয় শিবিরের জন্য শেষ আঘাত হিসেবে কাজ করে। ম্যাচে ভারত ১৮৪ রানে হেরে যায়। অস্ট্রেলিয়া এর ফলে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে।

সিরিজের চতুর্থ এবং শেষ টেস্ট ম্যাচ শুরু হবে আগামী ৩ জানুয়ারি, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত