Homeখেলাধুলাচ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ে আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ে আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা


চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে রিয়াল মাদ্রিদের বিদায়ের পর এবার নিজের ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তায় পড়ে গেছেন কার্লো আনচেলত্তি। আর্সেনালের বিপক্ষে ২-১ গোলে হারের পর সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদ কোচ স্পষ্ট জানালেন, ‘এই ম্যাচটাই হতে পারে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের কোচ হিসেবে আমার শেষ ম্যাচ।’

বার্নাব্যুতে ফিরতি লেগে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সমতা ফিরিয়েও শেষ রক্ষা হয়নি। প্রথমার্ধে বুকায়ো সাকার পেনাল্টি ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া। তবে দ্বিতীয়ার্ধে সাকা গোল করে দলকে এগিয়ে নেন। ভিনির তাৎক্ষণিক জবাবের পরও ইনজুরি টাইমে গ্যাব্রিয়েল মার্তিনেলির গোলে জয় নিশ্চিত করে গানাররা। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে জয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় মিকেল আর্তেতার দল।

এমন হারের পর আনচেলত্তির কণ্ঠে ছিল হতাশা ও আত্মসমর্পণের সুর, ‘আর্সেনাল আমাদের চেয়ে ভালো দল ছিল। ম্যাচ ঘুরিয়ে দেওয়ার একটা সুযোগ ছিল— প্রথমার্ধে রাইসের ফাউলে এমবাপ্পের পেনাল্টিটা যদি বাতিল না হতো, তবে ভিন্ন কিছু হতে পারত।’

তবে এখনই সরে যাওয়ার চিন্তা করছেন না অভিজ্ঞ এই ইতালিয়ান, ‘আমি ভবিষ্যৎ নিয়ে ভাবিনি। এটা ক্লাবের সিদ্ধান্ত হতে পারে— হয়তো এই বছর, হয়তো চুক্তির শেষ বছরে। আমার কোনও আপত্তি নেই। আমি কেবল এই ক্লাবকে ধন্যবাদ জানাবো, সেটা আগামীকাল হোক বা এক বছরের মধ্যে।’

এদিকে গোলরক্ষক কোর্তোয়া আনচেলত্তির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, ‘কোচের বিষয়ে কোনও সন্দেহ নেই। সমস্যা আমাদের দলীয় খেলায়। কখনও কখনও আমরা বেশি ব্যক্তিগত হয়ে পড়ি। আর্সেনাল আমাদের চেয়ে বেশি ঐক্যবদ্ধ ছিল।’

গত মৌসুমে বায়ার্নের বিপক্ষে নাটকীয় জয়ে জোসেলুর অবদান মনে করিয়ে দিয়ে কোর্তোয়া বলেন, ‘এই মৌসুমে আমাদের প্রকৃত কোনও সেন্টার ফরোয়ার্ড নেই, যে হাওয়ায় বল জিততে পারে। অনেকবার বল তুলে দিয়েছি বক্সে, কিন্তু জোসেলুর মতো কেউ নেই সেখানে।’

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিলেও মৌসুমে এখনও অনেক কিছুই বাকি রিয়ালের সামনে। লা লিগা শিরোপা দৌড়ে তারা এখনো প্রতিদ্বন্দ্বিতায় আছে, সামনে ২৬ এপ্রিল কোপা দেল রে ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে তারা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত