Homeখেলাধুলাঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ায় ভারতকে খোঁচা আকরামের

ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ায় ভারতকে খোঁচা আকরামের


ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এর আগে কখনো যা হয়নি তাই হয়েছে গতকাল (৩ নভেম্বর)। নিজেদের ইতিহাসে এই প্রথম তিন বা তার বেশি ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে টিম ইন্ডিয়া। ভারতের সাম্প্রতিক এই পতন নিয়ে কটাক্ষ করছেন অনেকেই এবার সেই তালিকায় যোগ দিলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।

মাত্র এক মাস আগেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে থাকা ভারত হঠাৎ করেই নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। এর ফলে ২৪ বছর পর ভারতের ঘরে এমন টেস্ট সিরিজ পরাজয়ের সাক্ষী হলো ক্রিকেটপ্রেমীরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের প্রথম ওয়ানডের ধারাভাষ্য দেওয়ার সময় আকরাম ও ভন ভারতের প্রসঙ্গে কথা বলেন। ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ দেখার আগ্রহ প্রকাশ করে ভন বলেন, ‘এখন তো পাকিস্তানও ভারতকে হারাতে পারবে।’ আকরাম সম্মতি জানিয়ে বলেন, ‘ঘূর্ণি উইকেটে এই ভারতের বিপক্ষে পাকিস্তানের জেতা সম্ভব। নিউজিল্যান্ডও যেভাবে ভারতের ঘরের মাঠে তাদের হারিয়েছে, তা দেখে মনে হয়, পাকিস্তানও একই ফলাফল করতে পারবে।’

ভারতের পরাজয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন নিউজিল্যান্ডের স্পিনাররা। তিন টেস্টে ভারতের ৫৭টি উইকেটের মধ্যে ৩৭টি উইকেটই নিয়েছেন এজাজ প্যাটেল, মিচেল স্যান্টনার এবং গ্লেন ফিলিপ্স। রোহিত, কোহলিরা স্পিন মোকাবিলায় বারবার হোঁচট খেয়েছেন। ভারতের ব্যাটারদের এমন ব্যর্থতায় প্রাক্তন তারকা সুনীল গাভাস্কার ও সঞ্জয় মাঞ্জরেকরও তাদের টেকনিক ও মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

ভারতের সামনে এখন কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। সামনেই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়তে হবে রোহিতদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে এই সিরিজে জয় পাওয়া আবশ্যক, কিন্তু দলের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে চ্যালেঞ্জটি বেশ কঠিন হতে যাচ্ছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত