Homeখেলাধুলাকেশবপুরে হকিতে চ্যাম্পিয়ন হওয়া মেয়েদের সংবর্ধনা

কেশবপুরে হকিতে চ্যাম্পিয়ন হওয়া মেয়েদের সংবর্ধনা


যশোরের কেশবপুরে সারাদেশের ভেতর মেয়েদের হকিতে চ্যাম্পিয়ন গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কৃতি ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (০১ মার্চ) দুপুরে ওই বিদ্যালয়ের উদ্যোগে হকি খেলায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়া মেয়েদের সংবর্ধনা প্রদান করা হয়। সম্প্রতি চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় পৃথক তিনটি অঞ্চলের সঙ্গে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হয় তারা।

গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদ, ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান, হকি কোচ হাসান রনি ও কেশবপুর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ম্যানেজার কামরুজ্জামান রাজু।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থা ভাব বাংলাদেশ মেয়েদের এ অর্জন ধরে রাখতে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দেন। ওই প্রতিযোগিতার একই আসরে সাইকেলিংয়ে সারাদেশের ভেতর মেয়েদের মধ্যে কেশবপুরের প্রিয়া খাতুন প্রথম স্থান অধিকার করেন। প্রিয়া গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তিনি মেয়েদের হকি দলের অধিনায়ক।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত