Homeখেলাধুলাকাবাডির পাশে থাকার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার

কাবাডির পাশে থাকার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার


বাংলাদেশ পুলিশের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর ম্যাচের শুরুতে দারুণ লড়াই হলো। সময়ের সঙ্গে সঙ্গে ম্যাচ অবশ্য সেনাবাহিনীর দিকে ঝুঁকে পড়েছে। শেষ পর্যন্ত ৪৪-৩৪ ব্যবধানে জয়ে গ্রুপসেরা হলো সেনাবাহিনী। ম্যাচের পুরস্কার বিতরণী পর্বে আকস্মিকভাবে এসে হাজির হন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় তিনি বলেন, কাবাডি উন্নয়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পাশে থাকবে।

চলমান বিজয় দিবস কাবাডি ম্যাচের খেলা দেখতে শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে হাজির হয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেনাবাহিনী ও পুলিশের মধ্যকার ম্যাচের সেরা খেলোয়াড় সেনাবাহিনীর আনোয়ার হোসেনের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এ সময় তার পাশে ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। কাবাডি খেলাকে যেন সামনের দিকে আরও এগিয়ে নেওয়া যায় এবং সবার কাছে পৌঁছে দেওয়া যায়, সেজন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহায়তা করব।’ উপদেষ্টা আরও বলেন, ‘কাবাডি ফেডরেশনকে ধন্যবাদ জানাতে চাই, তারুণ্যের উৎসব শুরু হতে অফিসিয়ালি এখনো কিছুদিন বাকি আছে। কিন্তু কাবাডি ফেডারেশন আগে থেকেই কাবাডির মাধ্যমে এ উৎসবের বার্তা ছড়িয়ে দিচ্ছে।’

বিজয় দিবস কাবাডির নারী বিভাগে ‘ক’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ পুলিশ। গ্রুপের রানার্সআপ হয়েছে নড়াইল জেলা। দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে ফরিদপুর জেলা। গতকাল পুলিশ নারী দলের কাছে পাত্তাই পায়নি ফরিদপুর জেলা। পুলিশ ৫২-১০ পয়েন্টে ম্যাচ জিতেছে। ম্যাচসেরা হয়েছেন পুলিশের লাকী আক্তার।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত