Homeখেলাধুলাকবে ঢাকায় আসছেন হামজা? | কালবেলা

কবে ঢাকায় আসছেন হামজা? | কালবেলা


আগামী ২৫ মার্চ ভারতের মাটিতে এশিয়া কাপ বাছাই পর্বে মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। সেই ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর মাঠে নামার কথা রয়েছে। তবে তিনি ঠিক কবে ঢাকায় আসবেন, তা নিয়ে এখনো নিশ্চিত হতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বাফুফে ভবনে সহ-সভাপতি ফাহাদ করিম জানান, হামজার নতুন ক্লাব শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে যোগাযোগ চলছে। তিনি বলেন, ‘তার ক্লাব পরিবর্তন হয়েছে, ফলে আমাদের নতুন করে আলোচনা করতে হচ্ছে। ক্লাবের সঙ্গে আলোচনা শেষ হলেই বোঝা যাবে, কবে তিনি যোগ দিতে পারবেন।’

হামজার নিজেও চাওয়া ভারত যাওয়ার আগে বাংলাদেশে আসতে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এরই মধ্যে হামজা ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যেখানে এই মিডফিল্ডার বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। ফাহাদ করিম বলেন, ‘তিনি যদি বাংলাদেশে আসেন, তাহলে তাকে যথাযথ সংবর্ধনা দেওয়া হবে। তবে তার আগমনের সময় নির্ধারণ হলেই আমরা চূড়ান্ত পরিকল্পনা সাজাব।’

এদিকে, বাছাই পর্বের প্রস্তুতির জন্য বাংলাদেশ দল মার্চের শুরুতে সৌদি আরবে ক্যাম্প করবে। সেখানে ১০ দিনের প্রস্তুতি শেষে ঢাকায় ফিরে ভারত রওনা হওয়ার পরিকল্পনা করছে দল। ম্যাচটি শিলংয়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায়, কলকাতা হয়ে গৌহাটি হয়ে সেখানে যাওয়ার বিকল্প ভাবছে ফেডারেশন।

তবে এই পরিকল্পনার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে জাতীয় দল কমিটিকে। গত নভেম্বরে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মনোনীত হলেও এখনো জাতীয় দল কমিটি পূর্ণাঙ্গ হয়নি, যা এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে বিলম্ব ঘটাচ্ছে।

হামজার আগমন নিয়ে ফুটবলপ্রেমীদের কৌতূহল তুঙ্গে। এখন দেখার অপেক্ষা, কবে লাল-সবুজ জার্সিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন এই ইংলিশ মিডফিল্ডার।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত