Homeখেলাধুলাওয়ানডে ছাড়ছেন না রোহিত শর্মা, নিজেই দিলেন ঘোষণা

ওয়ানডে ছাড়ছেন না রোহিত শর্মা, নিজেই দিলেন ঘোষণা


ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতানোর পর ওয়ানডে থেকে অবসরের গুঞ্জনে জল ঢেলে দিলেন অধিনায়ক রোহিত শর্মা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল জয়ের পর সংবাদ সম্মেলনে রোহিত স্পষ্ট জানিয়ে দিলেন, ‘আমি কোথাও যাচ্ছি না, ওয়ানডে ছাড়ছি না।’

চ্যাম্পিয়ন্স ট্রফির পুরো আসরজুড়েই রোহিতের ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। গত বছর বার্বাডোজে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরপরই তিনি সংক্ষিপ্ততম ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। তাই অনেকেই ধরে নিয়েছিলেন, এবার হয়তো ওয়ানডে থেকেও বিদায় বলবেন। কিন্তু রোহিত নিজেই এসব জল্পনার ইতি টানলেন।

সংবাদ সম্মেলনে ইংরেজিতে দেওয়া বক্তব্যের পাশাপাশি হিন্দিতেও উত্তর দেন রোহিত। সেখানেই তিনি ইঙ্গিত দেন, সামনে আরও অনেক কিছু দেওয়ার বাকি আছে তার। ‘আমি আগেও বলেছি, আমার মধ্যে এখনও ক্ষুধা আছে, খেলার তাড়না আছে। তাই এসব গুজব ভিত্তিহীন,’ বললেন ভারতীয় অধিনায়ক।

ভারতের হয়ে চারটি আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলা রোহিত দুটি শিরোপা জিতেছেন—টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফি। ফাইনালের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শেষ হলেও তিনি নিজে থেকেই ওয়ানডে অবসর নিয়ে কথা বলেন, যেন নিশ্চিত করতে চান—এখনই শেষ নয়, আরও অনেক পথ বাকি রোহিতের!





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত