Homeখেলাধুলাআর্জেন্টিনায় ভয়াবহ বন্যায় ১৬ মৃত্যু, শোকবার্তা পাঠালেন মেসি

আর্জেন্টিনায় ভয়াবহ বন্যায় ১৬ মৃত্যু, শোকবার্তা পাঠালেন মেসি


আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসি মাঠে যেমন বিশ্বের হৃদয় জয় করেছেন, তেমনই তার মানবিক দিকও অনন্য। এবার নিজের জন্মভূমির এক ভয়াবহ বিপর্যয়ে শোকবার্তা পাঠিয়ে আবারও প্রমাণ করলেন, তিনি শুধু একজন খেলোয়াড় নন, বরং দেশের মানুষের হৃদয়েরও অংশ।

শুক্রবার টানা আট ঘণ্টার অঝোর বৃষ্টিতে প্লাবিত হয়ে পড়ে আর্জেন্টিনার বন্দর শহর বাহিয়া ব্লাঙ্কা। বন্যার ভয়াল রূপে ইতোমধ্যেই ১৬ জনের মৃত্যু হয়েছে, শত শত মানুষ নিখোঁজ, আর হাজারো পরিবার গৃহহীন হয়ে পড়েছে। ভেঙে পড়েছে সেতু, বিধ্বস্ত রাস্তা, চারদিকে শুধু ধ্বংসের চিহ্ন।

দেশের এই দুর্দশার মুহূর্তে চুপ থাকেননি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। ইনস্টাগ্রাম স্টোরিতে শোকবার্তা জানিয়ে মেসি লিখেছেন—

‘আমরা গভীর দুঃখের সঙ্গে বাহিয়া ব্লাঙ্কার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যাদের প্রিয়জন হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা এবং এই কঠিন সময়ে সবাইকে শক্তি কামনা করছি।’

এই এক লাইনেই যেন ফুটে উঠেছে তার দেশপ্রেম, সংবেদনশীলতা ও মানুষের প্রতি মমতা।

বাহিয়া ব্লাঙ্কার দক্ষিণ-পশ্চিম অংশের বিশাল অংশ বিদ্যুৎবিচ্ছিন্ন, ১২০০-এর বেশি মানুষ ঘরছাড়া, এবং মাত্র একদিনেই ৪০০ মিমি বৃষ্টিপাত হয়েছে, যা পুরো বছরের এক-তৃতীয়াংশ গড় বৃষ্টির সমান! ভয়াবহ এই বন্যায় রাস্তার গাড়িগুলো পর্যন্ত পানির স্রোতে ভেসে গেছে।

প্রাদেশিক সরকারের মন্ত্রী কার্লোস বিয়ানকো বলেছেন, ‘আমাদের এখন পুরো একটি শহর নতুন করে গড়ে তুলতে হবে। বহু মানুষ সর্বস্ব হারিয়েছে।’

অন্যদিকে, মেসি এখনো ইন্টার মায়ামির হয়ে মাঠে নামেননি ফেব্রুয়ারির ২৬ তারিখ কানসাস সিটির বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের পর থেকে। তবে আগামী শুক্রবার ক্যাভালিয়ারের বিপক্ষে দ্বিতীয় লেগে ফিরতে পারেন তিনি। কিন্তু তার মন যে শুধু ফুটবলেই সীমাবদ্ধ নয়, বাহিয়া ব্লাঙ্কার বিপর্যয়ই তা স্পষ্ট করে দিচ্ছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত