Homeখেলাধুলাআমি নেইমার-রোমারিওর চেয়ে ভালো খেলোয়াড় – ব্রাজিলিয়ান কিংবদন্তির দাবি!

আমি নেইমার-রোমারিওর চেয়ে ভালো খেলোয়াড় – ব্রাজিলিয়ান কিংবদন্তির দাবি!


‘সবাই আমার খেলা দেখে বড় হয়েছে, আমার পোস্টার ছিল তাদের ঘরে!’ – এই বাক্যটি বলার সাহস কজনের আছে? কিন্তু ব্রাজিলের অন্যতম সেরা স্ট্রাইকার রোনালদো নাজারিও নির্দ্বিধায় এই দাবি করেছেন! তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নেইমার এবং রোমারিও দুইজনই দুর্দান্ত ফুটবলার, তবে তিনি তাদের চেয়ে অনেক ভালো ছিলেন!

এই বিস্ফোরক মন্তব্যের পর ফুটবলবিশ্বে শুরু হয়েছে তুমুল আলোচনা। সত্যিই কি “ও’ ফেনোমেনো” রোনালদো নেইমার ও রোমারিওর চেয়ে বড় কিংবদন্তি? নাকি বিশ্বকাপজয়ী এই মহাতারকা অতীতের গৌরব মনে করিয়ে দিতে চাইলেন?

সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘নেইমার অসাধারণ! ও দুর্দান্ত ফুটবলার… কিন্তু আমি ওর চেয়ে ভালো খেলেছি!’

তবে কেবল নেইমার নয়, আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওকেও ছাড় দেননি রোনালদো। তিনি বলেন, ‘রোমারিও ভয়ংকর ছিল, খুবই কঠিন প্রতিপক্ষ… কিন্তু আমি আরও বেশি খেলেছি, আরও প্রভাব ফেলেছি!’

ব্রাজিলের ইতিহাসে এই তিনজনই তাদের সময়ের অন্যতম সেরা ফুটবলার। কিন্তু কে আসলেই সবার উপরে?

রোনালদো নাজারিও (ও’ ফেনোমেনো)

দুইবার ব্যালন ডি’অর জয়ী (১৯৯৭, ২০০২)

দুইবার বিশ্বকাপ জয়ী (১৯৯৪, ২০০২)

বার্সেলোনা, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদের মতো ক্লাব দাপিয়ে বেড়ানো স্ট্রাইকার

আঘাতের পরও দুর্দান্তভাবে ফিরে এসে ২০০২ বিশ্বকাপে ৮ গোল করে শিরোপা জেতানো!

নেইমার জুনিয়র

ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা (৮০ গোল)

চ্যাম্পিয়ন্স লিগ জয়ী (২০১৫, বার্সেলোনা)

বার্সেলোনা ও পিএসজিতে দাপুটে পারফরম্যান্স

তবে এখনও বিশ্বকাপ শিরোপার স্বাদ পাননি!

রোমারিও

ব্রাজিলকে ২৪ বছর পর বিশ্বকাপ এনে দেওয়া নায়ক (১৯৯৪ বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী)

অসাধারণ ফিনিশিং দক্ষতা ও নিখুঁত গোলস্কোরিং রেকর্ড

ক্লাব পর্যায়ে ইউরোপে বেশি সময় না কাটালেও ব্রাজিলিয়ান ফুটবলে কিংবদন্তির মর্যাদা পেয়েছেন

রোনালদো ও রোমারিওর বিশ্বকাপ ট্রফি রয়েছে, কিন্তু নেইমার এখনো সেই শূন্যতা পূরণ করতে পারেননি। যদিও তিনি ইতিমধ্যেই ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন, তবুও বিশ্বকাপ ছাড়া ব্রাজিলের সর্বকালের সেরা হওয়া কঠিন।

রোনালদোর মতে, ‘নেইমার তার প্রতিভার সঠিক ব্যবহার করলে সে আমাদের মতো হতে পারবে, কিন্তু বিশ্বকাপ ছাড়া ব্রাজিলিয়ান কিংবদন্তি হওয়া অসম্ভব!’

ফুটবলভক্তদের অনেকেই একমত যে রোনালদোর ইনজুরি না হলে তিনি হয়তো সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে উঠতেন। তার গতি, ড্রিবলিং, শারীরিক শক্তি ও ফিনিশিং দক্ষতা সবকিছুই ছিল অতুলনীয়। নেইমার নিঃসন্দেহে একজন দুর্দান্ত ফুটবলার, কিন্তু বিশ্বকাপ ছাড়া তার অর্জন কতটুকু মূল্যবান হবে?

সুতরাং, প্রশ্ন থেকে যায়—নেইমার কি রোনালদো ও রোমারিওর সমান উচ্চতায় পৌঁছাতে পারবেন, নাকি তিনি থেকে যাবেন অপূর্ণ সম্ভাবনার এক তারকা হিসেবে?





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত