পর্যাপ্ত তথ্য-উপাত্ত না থাকায় সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, ‘অনেক সময় উৎপাদন পর্যাপ্ত থাকার পরও বাজারে সংকট থাকে। চাহিদার হিসাবটাও আমাদের ঠিকঠাক হয় না। সরকারের কাঠামোর ভেতরে তা থাকতে হবে। সরকারের কাছে ব্যাপক ও সমন্বিত তথ্য-উপাত্ত থাকা দরকার।’
আজ রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে ‘খাদ্যপণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান’ শিরোনামে বণিক বার্তা আয়োজিত এক পলিসি কনক্লেভে এসব কথা বলেন তিনি।
কনক্লেভে ‘ইন্টিগ্রেশন অব ফুড সাপ্লাই চেইনস ইন বাংলাদেশ: ডিজিটালাইজেশন ফর ইফেসিয়েন্সি, ট্রান্সপারেন্সি, ট্রেসেবিলিটি, লিগ্যাল কালপ্যাবিলিটি অ্যান্ড অ্যাক্সেসেবিলিটি’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. খন্দকার মোয়াজ্জেম।
তিনি আরও বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের কিছু আইনি সংস্কার করা দরকার। একজন পরিবেশক শুধুমাত্র একজনের পণ্য সরবরাহ করবে, এ সিস্টেম পরিবর্তন করতে হবে।
আলোচনায় আসন্ন রমজানে ভোক্তাদের ‘পকেট না কাটতে’ ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এসএম নাজের হোসাইন। তিনি বলেন, ‘সরকারের পর্যাপ্ত তথ্য নেই। সেটি সরকারের থাকতে হবে। তবে তার চেয়েও বেশি জরুরি, আমাদের ব্যবসায়ীদের একটি অনুশীলন। আগামী রমজানের যে পণ্য সেগুলোর পর্যাপ্ত আমদানি আছে। তবুও দেখা যাবে, ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেবে। কৃত্রিম সংকট তৈরি করবে। এখানে আমাদের ব্যবহারের অনুশীলনে পরিবর্তন করতে হবে।’
ভ্যাট আরও বাড়ালে প্রাতিষ্ঠানিক ব্যবসায়ীরা ক্রেতা হারাবে বলে মন্তব্য করেন স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাব্বির হাসান নাসির। তিনি বলেন, ‘খুচরা বাজারে কোনো ভ্যাট নাই। কিন্তু আমাদের ৫ থেকে এখন সাড়ে ৭ শতাংশ ভ্যাট দিতে হবে। তাহলে ক্রেতারা খুচরা বাজারে চলে যাবে। এভাবে প্রাতিষ্ঠানিক ব্যবসাকে নিরুৎসাহিত করা হচ্ছে।’
বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত কনক্লেভে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এছাড়া কনক্লেভে অতিথি হিসেবে ছিলেন— জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও অর্থনীতিবিদ আনু মুহাম্মদ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খানসহ আরও অনেকে।