Homeঅর্থনীতিশেষ হলো নারী উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলা

শেষ হলো নারী উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলা


নারী উদ্যোক্তাদের নিয়ে তিনদিনব্যাপী “আন্তর্জাতিক নারী দিবস বাণিজ্য মেলা ২০২৫” শেষ হয়েছে। শনিবার (৮ মার্চ) উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) আয়োজিত এ মেলার ছিল শেষ দিন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইরান, পাকিস্তানসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী উদ্যোক্তাদের এক ছাদের নিচে এনে তাদের ব্যবসার প্রসারে সহায়ক ভূমিকা রেখেছে এই মেলা।

৮ মার্চ (শনিবার) বিকাল ৩টায় মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তা এবং মেলার দ্বিতীয় ও তৃতীয়দিনে আয়োজিত স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে  পুরস্কার বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েবের সভাপতি নাসরীন ফাতেমা আউয়াল।

৬ মার্চ রাজধানীর গুলশান শ্যুটিং ক্লাবে এই মেলার উদ্বোধন করা হয় এবং তিন দিনব্যাপী এই আয়োজনে দেশি-বিদেশি অর্ধশতাধিক নারী উদ্যোক্তা তাদের নিজস্ব পণ্য প্রদর্শন ও বিক্রয় করেছেন। তিনদিনের এ আয়োজনে প্রথম দিন ছিল মেলার উদ্বোধন, ২য় এবং ৩য় দিন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা মেলাকে বর্ণিল করেছে। দেশীয় ঐতিহ্যবাহী হস্তশিল্প, নকশা করা পোশাক, গহনা, হোম ডেকর, সৌন্দর্য সামগ্রীসহ নানা ধরনের সৃজনশীল পণ্য মেলায় প্রদর্শিত হয়। নারীরা দেশি পণ্যের সঙ্গে বিদেশি পণ্যেরও সমারোহ ঘটিয়েছেন।

মেলার বিশেষ আকর্ষণ “জুলাই কর্নার” দর্শকদের দৃষ্টি কেড়েছে, যা জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা সাহসী নারীদের স্মরণে সাজানো হয়েছিল। এছাড়াও, তিনশত শিক্ষার্থী নিয়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা মেলায় একটি প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।

ওয়েবের সভাপতি নাসরীন ফাতেমা আওয়াল বলেন, আন্তর্জাতিক নারী দিবস বাণিজ্যমেলা ২০২৫-এর তিন দিনের আয়োজনে যারা উপস্থিত হয়ে, অংশগ্রহণ করে আমাদের অনুপ্রাণিত করেছেন,  উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)- এর পক্ষ থেকে তাদের কাছে আমারা কৃতজ্ঞ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত