শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটা ঘোষণা করেছে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ। এর ফলে কোম্পানির শেয়ারধারীরা এখন প্রতি শেয়ারের জন্য লভ্যাংশ পাবেন দেড় টাকা।
সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশ ঘোষণার এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে রবির পক্ষ থেকে আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে লভ্যাংশসহ গত বছরের আর্থিক পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালে রবির মুনাফা দ্বিগুণের বেশি বেড়ে ৭০২ কোটি টাকায় পৌঁছেছে, যা ২০২৩ সালে ছিল ৩২০ কোটি টাকা। মুনাফার এই বিপুল বৃদ্ধি শেয়ারধারীদের জন্য লভ্যাংশের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। ২০২৩ সালে লভ্যাংশ ছিল ১০ শতাংশ, এবার তা বেড়ে ১৫ শতাংশ হয়েছে।
রবির করপোরেট অ্যান্ড রেগুলেটরি প্রধান মোহাম্মদ শাহেদুল আলম বলেন, এ মুনাফার পেছনে কোম্পানির আর্থিক ব্যবস্থাপনা বড় ভূমিকা রেখেছে। নানাভাবে খরচ কমানোর চেষ্টা ছিল, যার কারণে মুনাফা বেশি হয়েছে এবং রেকর্ড লভ্যাংশ ঘোষণা করা সম্ভব হয়েছে।