লিভার কেয়ার সোসাইটির উদ্যোগে চট্টগ্রাম ক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চিকিৎসক, সমাজের বিশিষ্ট ব্যক্তি ও সংগঠনের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন লিভার কেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. তারেক শামস।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন এবং চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।
লিভার কেয়ার সোসাইটির সভাপতি ডা. আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ইফতার মাহফিলে সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে প্রধান অধ্যাপক মোহাম্মদ গিয়াসউদ্দীন তালুকদার। ধন্যবাদ জ্ঞাপন করেন বিকন ফার্মাসিউটিক্যাল কোম্পানির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এম মাহমুদুল হক।
লিভার কেয়ার সোসাইটি জনস্বাস্থ্যে বিশেষ করে লিভার রোগ প্রতিরোধ ও চিকিৎসার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। সংগঠনটি হেপাটাইটিস স্ক্রিনিং, বিনামূল্যে টিকাদান কর্মসূচি, সচেতনতামূলক সেমিনার এবং লিভার রোগীদের সহায়তা দেয়।
অনুষ্ঠানের শেষে সংগঠনের সফলতা ও আগামীর পরিকল্পনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে সভাপতি ডা. আবদুল্লাহ আল মাহমুদ সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।