Homeঅর্থনীতিরোজার মাসে সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

রোজার মাসে সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন


রমজান মাসে বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাসের চাহিদা পূরণে সিএনজি স্টেশনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। জ্বালানি বিভাগ জানায়, রোজার মাসে স্টেশনগুলো বেলা আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত  সাড়ে চার ঘণ্টা বন্ধ রাখা হবে।

বুধবার (৫ মার্চ) বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মাদ রুবায়েত খানের সই চিঠিতে বলা হয়,  রমজান মাসে বেলা আড়াইটা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, গত বছর রমজানে স্টেশনগুলো বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল। গত ৬ এপ্রিল পর্যন্ত এই নিয়মে বন্ধ ছিল সিএনজি স্টেশন। এরপর সেটি আগের মতো সন্ধ্যা ৬টা থেকে ১১টা পর্যন্ত রাখা হতো।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে সিএনজি স্টেশন বন্ধের সময় দুই ঘণ্টা কমিয়ে আনা হয়। অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত