সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি ২০২৩-২৪ অর্থবছরে দেশে রেমিট্যান্স আহরণে দ্বিতীয় স্থান অর্জন করেছে। আজ বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই স্বীকৃতি দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল রেমিট্যান্স অ্যাওয়ার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহর কাছে পুরস্কার-সম্মাননা হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অর্থনীতির অন্যতম চালিকাশক্তি রেমিট্যান্স আহরণে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এই গৌরব অর্জন করে সোশ্যাল ইসলামী ব্যাংক।