তিন বাল্টিক দেশ রাশিয়ার কাছ থেকে বিদ্যুৎ কেনা বন্ধ করে দিল। গতকাল শনিবার এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। দেশ তিনটি হলো এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া। তিনটি দেশ এখন ইউরোপীয় ইউনিয়নের পাওয়ার গ্রিডে যুক্ত হবে।
ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর রাশিয়ার পাওয়ার গ্রিড থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে দীর্ঘ প্রায় তিন বছর সময় নিয়ে এই সিদ্ধান্ত কার্যকর করতে সমর্থ হলো দেশগুলো।
সাবেক সোভিয়েত ইউনিয়নে ছিল এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া। তবে দেশ তিনটি এখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো এবং ইইউর সদস্য। রাশিয়া যাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে ব্ল্যাকমেল করতে না পারে, সেই লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে দেশ তিনটি। এ প্রসঙ্গে লিথুয়ানিয়ার জ্বালানি মন্ত্রী জিরিমান্তাস ভাইসিউনাস বলেন, ‘রাশিয়া যাতে জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে, সেই লক্ষ্যে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’
এদিকে তিন দেশের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইইউ। সংস্থাটির জ্বালানি কমিশনার ড্যান জোরগেনসেন বলেন, অবশ্যই এটি একটি ঐতিহাসিক দিন। এস্তোনিয়ার রাজধানী তালিনে সাংবাদিকদের তিনি বলেন, যে আলোয় রাশিয়ার ইলেকট্রন নেই, সেই আলো আমি বেশি পছন্দ করি। তিনি জানান, গতকাল সকাল ৯টা ৯ মিনিটে এই তিন দেশের রাশিয়ার পাওয়ার গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা।
এ প্রসঙ্গে লাটভিয়ার জ্বালানি মন্ত্রী কাসপার্স মেলিনস বলেন, ‘এখন থেকে আমাদের পুরো বিদ্যুৎ ব্যবস্থা নিজেদের নিয়ন্ত্রণে এল।’