আসন্ন পবিত্র রমজান মাসে বাজারে নজরদারি আরও জোরদার করতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামীকাল বুধবার থেকে ঢাকা মহানগরীতে বাজার তদারকির জন্য কাজ শুরু করবে তিনটি টিম।
আজ মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঢাকার বাজারগুলোয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার উদ্দেশ্যে গঠিত টিমের সদস্যদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। বাণিজ্যসচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম কর্মশালায় প্রধান অতিথি ছিলেন।
কর্মশালায় বাণিজ্যসচিব বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার তদারকি টিম নিয়মিতভাবে ঢাকা মহানগরী এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসনের সহযোগিতায় স্পেশাল টাস্কফোর্সের মাধ্যমে বাজার তদারকি পরিচালনা করে থাকে। পাশাপাশি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরও বাজার তদারকি করে, যার ফলে অবৈধ মজুতদার এবং অসাধু ব্যবসায়ীরা বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে না। বিশেষত রমজান মাসে বাজারে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে আরও কঠোর নজরদারি প্রয়োজন।
মো. আব্দুর রহিম জানান, ঢাকা মহানগরে বর্তমানে দুটি টিম নিয়মিত বাজার মনিটরিং করলেও রমজান মাসে প্রতিদিন তিনটি টিম মাঠে কাজ করবে। পাশাপাশি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে ৬টি টিম বাজার তদারকি করলেও রমজান মাসে এটি বাড়িয়ে ১০টি করা হবে।