Homeঅর্থনীতি‘মিট বাংলাদেশ এক্সপোজিশন’ শুরু ২৪ এপ্রিল

‘মিট বাংলাদেশ এক্সপোজিশন’ শুরু ২৪ এপ্রিল


বাংলাদেশের সম্ভাবনাময় রপ্তানি খাত লেদার, ফুটওয়্যার, এমপিপিই, প্লাস্টিক এবং লাইট ইঞ্জিনিয়ারিং—উপস্থাপনের লক্ষ্যে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘মিট বাংলাদেশ এক্সপোজিশন’। ২৪ ও ২৫ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী। এর আয়োজন করছে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এক্সপোর্ট কম্পেটিটিভনেস ফর জবস (ইসিফোরজে) প্রকল্প।

প্রদর্শনী উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর প্রগতি সরণিতে অবস্থিত রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইসিফোরজে প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) শেখ মোহাম্মদ আব্দুর রহমান, প্রকিউরমেন্ট স্পেশালিস্ট আমিনুল ইসলাম এবং ক্লায়েন্ট সার্ভিস এক্সিকিউটিভ তানভীর কামরুল ইসলাম।

প্রদর্শনীতে ১২০ টির বেশি দেশীয় কোম্পানি অংশ নিচ্ছে। পাশাপাশি থাকছে ২৫ টিরও বেশি দেশের আন্তর্জাতিক সোর্সিং এজেন্ট ও ক্রেতা এবং ১ হাজারের বেশি স্থানীয় ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠান। এতে দেশীয় উৎপাদক ও রপ্তানিকারকদের জন্য বিজনেস-টু-বিজনেস (বিটুবি) সংযোগ এবং বৈশ্বিক বাজারে প্রবেশের নতুন সুযোগ সৃষ্টি হবে।

প্রদর্শনীতে থাকবে সেক্টরভিত্তিক ব্রেকআউট সেশন, ওয়ার্কশপ এবং শিল্প ও ব্যবসায়িক নেতাদের অংশগ্রহণে বিশেষ আলোচনা। প্রথম দিন আয়োজন করা হবে একটি গ্র্যান্ড ওপেনিং সেশন, যেখানে প্রধান অতিথি থাকার কথা রয়েছে বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের।

আয়োজকেরা জানিয়েছেন, তৈরি পোশাক (আরএমজি) খাতের বাইরে রপ্তানি বৈচিত্র্যকরণে সরকারের কৌশলগত লক্ষ্য পূরণে ইসিফোরজে প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দিকেও এই আয়োজন গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত