Homeঅর্থনীতিমার্কিন শুল্ক নিয়ে আমরা এখনো চিন্তিত: বিটিএমএ সভাপতি

মার্কিন শুল্ক নিয়ে আমরা এখনো চিন্তিত: বিটিএমএ সভাপতি


বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল বলেছেন, ‘ট্রাম্প ৯০ দিনের জন্য রিসিপ্রোক্যাল ট্যারিফ স্থগিত করায় প্রাথমিক ভাবে খুশি এবং স্বাগত জানাই। তবে আমরা এ নিয়ে চিন্তিত। আমরা জানি না ৯০ দিন পরে কী হবে। তাই আমাদের কী করা দরকার, কোন জায়গায় কী সুযোগ নিতে পারি, ট্রাম্প প্রশাসনকে কী প্রস্তাব দেওয়া যায়, এগুলো বিষয়ে আলোচনা করে ঠিক করতে হবে।’ তিনি বলেন, ‘বিশেষ করে এলডিসি গ্র্যাজুয়েশনকে সামনে রেখে কী করা দরকার সেটি নিয়ে আলোচনা দরকার।’

আজ শনিবার রাজধানীর গুলশান ক্লাবে বিটিএমএ আয়োজিত ‘ইউএস ট্যারিফ অন বাংলাদেশেজ এক্সপোর্ট: রিসিপ্রোক্যাল স্ট্র্যাটেজিক্যাল অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড ফর নেগোসিয়েশন’ শীর্ষক আলোচনার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন শওকত আজিজ।

এতে বক্তব্য দেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ, বিজিএমইএ প্রশাসক আনোয়ার হোসেন, বিপিজিএমইএ সভাপতি শামিম আহমেদ প্রমুখ।

মাসরুর রিয়াজ বলেন, ‘এই ট্যারিফের ফলে আমাদের খাত ভিত্তিক প্রভাব কী হবে, কী কী পয়েন্টে আমাদের আলোচনা করব, এ থেকে উত্তরণের পথগুলো কী হবে এ বিষয়ে আলোচনা করে ঠিক করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা ইউএস সরকারের উদ্দেশ্য এখনো বুঝতে পারছি না। তাই এটি বুঝতে হবে। আমাদের ইউএস রিটেইলারদের সঙ্গে বাড়তি খরচ ভাগ করে নেওয়ার জন্য আলোচনা শুরু করতে হবে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত