দেশে দারিদ্র্যের হার ও খাদ্য নিরাপত্তাহীনতা বেড়েছে বলে উঠে এসেছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) এক জরিপে। সোমবার (২৪ মার্চ) বিআইডিএসের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে এই জরিপের তথ্য প্রকাশ করা হয়।
২০২২ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী দেশে দারিদ্র্যের হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ। তবে বিআইডিএসের সাম্প্রতিক জরিপে তা বেড়ে দাঁড়িয়েছে ২৩ দশমিক ১১ শতাংশ। যদিও বিআইডিএস বলছে, তাদের জরিপ জাতীয় পর্যায়ের তুলনামূলক বিশ্লেষণের জন্য নয়, তবে এতে দারিদ্র্যের হার বৃদ্ধির ইঙ্গিত স্পষ্ট হয়েছে।
বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহায়তায় পরিচালিত এই জরিপে ঢাকা, বান্দরবান, খুলনা, রংপুর ও সিলেট জেলার ৩ হাজার ১৫০টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। জরিপ অনুযায়ী, শহর ও গ্রাম উভয় জায়গাতেই দারিদ্র্যের হার বেড়েছে। ২০২২ সালে বিবিএসের জরিপে ঢাকা জেলায় দারিদ্র্যের হার ছিল ৮ দশমিক ৬ শতাংশ, যা ২০২৪ সালে বেড়ে হয়েছে ১৮ দশমিক ৮৭ শতাংশ। খুলনায় ১০ দশমিক ২ শতাংশ থেকে ২২ দশমিক ৬৭ শতাংশ, সিলেটে ১৬ শতাংশ থেকে ২৫ দশমিক ৫০ শতাংশ, রংপুরে ২১ শতাংশ থেকে ২৫ দশমিক ৩৩ শতাংশ হয়েছে।
এছাড়া, খাদ্য নিরাপত্তাহীনতার হার ২০২২ সালে ছিল ৩৮ দশমিক ০৮ শতাংশ, যা ২০২৪ সালে বেড়ে ৪৬ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে।
বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হক সেমিনারে বলেন, ‘বর্তমান পরিস্থিতি বোঝার জন্য এই জরিপ গুরুত্বপূর্ণ। সরকারের নীতিনির্ধারণে এটি ভূমিকা রাখবে।’
গবেষণা পরিচালক ড. মোহাম্মদ ইউনূস জানান, ‘রাজনৈতিক অস্থিতিশীলতা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধজনিত অর্থনৈতিক চাপ এবং মূল্যস্ফীতি দারিদ্র্য বৃদ্ধির পেছনে বড় কারণ হতে পারে।’
বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের দারিদ্র্য হ্রাসে টেকসই নীতি গ্রহণ করা জরুরি।