Homeঅর্থনীতিবিকেএমইএ নির্বাচন: ৪২ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত

বিকেএমইএ নির্বাচন: ৪২ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত


বস্ত্রখাতের অন্যতম সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) পরিচালনা পর্ষদ নির্বাচনে ৩৫টি পদের বিপরীতে ৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেএমইএর ঢাকা কার্যালয়ে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সফিউল্লা চৌধুরীর নেতৃত্বে যাচাই-বাছাই শেষে এসব মনোনয়ন চূড়ান্ত করা হয়।

এবারের নির্বাচনে বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একক প্যানেল গঠন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৯ জন প্রার্থী। তাদের বাইরেও তিন জন প্রার্থী স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন জমা দেন।

ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বিকাল ৫টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন জমা দেন প্রার্থীরা। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১০ মে।

নির্বাচন বোর্ডের সচিব সৈয়দ ওয়াহিদুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

এবারের নির্বাচন ঘিরে বিকেএমইএর সদস্যদের মধ্যে আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে। তবে একক প্যানেলের প্রার্থীদের বিপরীতে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা কম হওয়ায় অনেক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনাও উঁকি দিচ্ছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত