Homeঅর্থনীতিবাণিজ্য মেলায় প্রথম পুরস্কার অর্জন করেছে বিসিক

বাণিজ্য মেলায় প্রথম পুরস্কার অর্জন করেছে বিসিক


২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে সংরক্ষিত স্টল ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করেছে বিসিক, শিল্প মন্ত্রণালয়।

শনিবার (০২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিক।

বিসিকের জনসংযোগ কর্মকর্তা পারুল আকতার কেয়া জানান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবারের মেলায় হল ‘এ’-তে পিএস ৩২ নম্বর দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় স্টল নির্মাণ করে। বিসিকের স্টলে ৮ জন উদ্যোক্তার তৈরি জামদানি, শীতলপাটি, শতরঞ্জি, পাট ও চামড়াজাত পণ্য, বাঁশ ও বেতের সামগ্রী, নকশী কাঁথা, বুটিকস, হাতের কাজের পণ্য এবং বিসিকের নিজস্ব উৎপাদিত খাঁটি মধু ইত্যাদি প্রদর্শিত ও বিক্রয় করা হয়।মেলায় বিসিকের স্টল, দর্শনার্থীদের দারুণ সাড়া পেয়েছে এবং বিক্রিত পণ্যের গুণগত মান ও নান্দনিকতা প্রশংসিত হয়েছে। উদ্যোক্তারা তাদের পণ্য বিপণনের পাশাপাশি নতুন ক্রেতা ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ পেয়েছেন।

তিনি আরও জানান, এই সফল অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে সংরক্ষিত স্টল ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করেছে বিসিক। এ অর্জন বিসিকের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা ও উদ্যোক্তাদের নিরলস পরিশ্রমের ফলাফল। বিসিক পরিবার এ সফল আয়োজনের জন্য মেলার সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ, অংশগ্রহণকারী উদ্যোক্তা, দর্শনার্থী ও ক্রেতাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে। ভবিষ্যতেও বিসিক উদ্যোক্তাদের পাশে থেকে তাদের উন্নয়নে সহায়তা করবে এবং দেশীয় শিল্পের বিকাশে ভূমিকা রাখবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত