Homeঅর্থনীতিবাংলামোটরে আকিজ সিরামিকসের নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

বাংলামোটরে আকিজ সিরামিকসের নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন


বাংলাদেশের সিরামিক টাইলস শিল্পের শীর্ষস্থানীয় ব্র্যান্ড আকিজ সিরামিকস ঢাকার বাংলামোটরে আরও একটি এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন করেছে।

বাংলামোটর দেশের টাইলস বাজারের অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। পরপর ছয়বার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ ও ‘সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ জয়ী আকিজ সিরামিকস সব সময়ই ‘Promise of Perfection’-এর অঙ্গীকারে নতুনত্ব ও গুণগত মান বজায় রেখে বাজারে শ্রেষ্ঠ টাইলস সরবরাহ করে আসছে।

ক্রেতাদের আরও কাছাকাছি পৌঁছানোর লক্ষ্যে গত বৃহস্পতিবার ৩২/১ পরীবাগ রোড, বাংলামোটরে আকিজ সিরামিকসের বিজনেস অ্যাসোসিয়েট শোরুম ‘এন আলম সিরামিক সেন্টার’-এর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন আকিজ সিরামিকসের জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ আশরাফুল হক, আকিজ বশির গ্রুপের হেড অব মার্কেটিং মো. শাহরিয়ার জামান, রোসার হেড অব সেলস বিশ্বজিৎ পাল ও শোরুমের স্বত্বাধিকারী মো. নূরে আলম ভূঁইয়া। আকিজ সিরামিকসের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় সম্মানিত ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরাও এ সময় উপস্থিত ছিলেন।

নতুন এই শোরুম আধুনিক ডিজাইনের টাইলস ও নতুন সব প্রোডাক্ট দিয়ে সাজানো হয়েছে। এখানে ব্যবহৃত দৃষ্টিনন্দন ফার্নিচার ও উন্নত ডিসপ্লে সরঞ্জাম গ্রাহকদের একটি অনন্য ও বাস্তব অভিজ্ঞতা দেবে।

বর্তমানে আকিজ সিরামিকস সারা দেশে ১৩০টিরও বেশি ‘স্টেট অব দ্য আর্ট’ লেভেলের নিজস্ব ও পার্টনার শোরুম পরিচালনার মাধ্যমে সর্বোচ্চ মানের গ্রাহকসেবা নিশ্চিত করছে। শোরুমের সংখ্যার দিক থেকেও এটি দেশের সবচেয়ে বড় টাইলস ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।

এই ধারাবাহিকতায় বাংলামোটরে নতুন এই শোরুম উদ্বোধনের মাধ্যমে আকিজ সিরামিকস তার সফল যাত্রায় আরও এক ধাপ এগিয়ে গেল।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত