দেশি-বিদেশি লিফট ও এস্কেলেটর প্রস্তুতকারক এবং বাজারজাতকারী প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হয়েছে ‘বেলিয়া ইন্টারন্যাশনাল এলিভেটর এক্সপো-২০২৪’ ও ‘গ্লোবাল লিফট অ্যান্ড এস্কেলেটর এক্সপো-২০২৪’। তিন দিনব্যাপী এই এক্সপো চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বাংলাদেশ এলিভেটর এস্কেলেটর অ্যান্ড লিফট ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (বেলিয়া) এবং ভার্গো কমিউনিকেশনসের আয়োজনে এই এক্সপোর উদ্বোধন হয়।
বেলিয়া ইন্টারন্যাশনাল এলিভেটর এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন বেলিয়ার সভাপতি ইমদাদ-উর রহমান, সাধারণ সম্পাদক মো. শরিফুল আলম উজ্জল। মেলার সার্বিক আয়োজনে সহযোগিতা করেন বেলিয়ার সম্মানিত সদস্য ও মেলা উদযাপন কমিটির চেয়ারম্যান মো. ইবাদুল হক। বেলিয়া আয়োজিত মেলায় ৮০টি দেশি-বিদেশি কোম্পানি অংশ নিয়েছে।
‘গ্লোবাল লিফট অ্যান্ড এস্কেলেটর এক্সপো’র উদ্বোধন করেন আয়োজক প্রতিষ্ঠান ভার্গো কমিউনিকেশনসের পরিচালক অনিতা রঘুনাথ। এ সময় উপস্থিত ছিলেন, ই-৩ কম্যুনিকেশন্সের পরিপরিচালক রেজাউল করিম।
দেশের বাজারের লিফট সরবরাহকারী বৃহৎ প্রতিষ্ঠান প্রাপার্টি লিফট এক্সপোতে তাদের নিজেদের পণ্যের পাশাপাশি গ্লোবাল ব্র্যান্ড ‘কোনে’, ‘এসআরএইচ’ ও ‘এমপি’ লিফটের প্রদর্শন করছে।