গত জুলাই-আগস্টের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে কৃষি মন্ত্রণালয়ের প্রণোদনা পৌঁছে যাচ্ছে কৃষকের পছন্দের বিকাশ অ্যাকাউন্টে। বীজ ও সার দেওয়ার পাশাপাশি প্রণোদনার এই অর্থ ক্ষতিগ্রস্ত কৃষকদের উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করবে।
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রত্যেককে এমএফএসের মাধ্যমে এক হাজার টাকা প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেয় কৃষি মন্ত্রণালয়।
এ প্রণোদনা তাঁদের পছন্দের এমএফএস অ্যাকাউন্টে গ্রহণ করার সুযোগ রয়েছে। এরই মধ্যে ১ লাখ ৩৪ হাজার কৃষক তাঁদের বিকাশ অ্যাকাউন্টে সরকারি প্রণোদনা গ্রহণ করতে চেয়েছেন। বিকাশের মাধ্যমে প্রয়োজনীয় অর্থ ব্যবহার করার পাশাপাশি নিকটবর্তী এজেন্ট পয়েন্ট থেকে হ্রাসকৃত চার্জ সাত টাকায় ক্যাশ আউট করার সুবিধাও পাচ্ছেন তাঁরা। বিজ্ঞপ্তি