Homeঅর্থনীতিপয়লা বৈশাখে বিটিআইয়ে রঙের উৎসব

পয়লা বৈশাখে বিটিআইয়ে রঙের উৎসব


পয়লা বৈশাখ হলো, বাঙালির প্রাণের উৎসব। এই বর্ণিল দিনকে আরও রঙিন করে তুলতে দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই) তাদের অফিস প্রাঙ্গণে আয়োজন করে এক অনন্য বৈশাখী উৎসব ‘Colors of Boishakh’। আয়োজনটিতে বিশেষভাবে সহযোগিতায় ছিল দেশের অন্যতম পেইন্ট ব্র্যান্ড Asian Paints।

বিটিআইয়ের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে ছিল বৈশাখী সাজে সাজানো অফিস প্রাঙ্গণ। ওই উৎসবে অংশগ্রহণ করেন বিটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মীরা এবং Asian Paints-এর প্রতিনিধিরা। অনুষ্ঠানের একাংশে ছিল আলপনা দিয়ে বিটিআই অফিস প্রাঙ্গণ ও আশপাশের রাস্তা রাঙানো। সেখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে সহকর্মীদের সঙ্গে কাটান বিশেষ কিছু মুহূর্ত।

পয়লা বৈশাখে বিটিআইয়ে রঙের উৎসব অনুষ্ঠিত হয়। ছবি: বিজ্ঞপ্তি

বিটিআই বিশ্বাস করে, কাজের পরিবেশে উৎসবের ছোঁয়া কর্মীদের মধ্যে ইতিবাচক অনুভূতি ও টিম স্পিরিট তৈরি করে। এ আয়োজন তার বহিঃপ্রকাশ। Asian Paints-এর সহযোগিতায় বিটিআই কর্মীদের মধ্যে সৃষ্টি হয় প্রাণবন্ত এক অভিজ্ঞতা, যেখানে বাংলা নববর্ষের সৌন্দর্য মিশে যায় রঙের আনন্দে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত