Homeঅর্থনীতিদাম কমলেই শেয়ার কেনেন মালিকেরা

দাম কমলেই শেয়ার কেনেন মালিকেরা


দেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পরিচালকেরা বাজার থেকে কোম্পানির শেয়ার কেনায় ঝুঁকেছেন। এরই মধ্যে কোম্পানিটির পরিচালক অঞ্জন চৌধুরী ১৫ লাখ শেয়ার কেনার কার্যক্রম সম্পন্ন করেছেন। অন্যদিকে কোম্পানির চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী আগামী কয়েক কার্যদিবসের মধ্যে ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়।

প্রয়াত স্যামসন এইচ চৌধুরী ও তাঁর কয়েক বন্ধু মিলে প্রতিষ্ঠিত স্কয়ার ফার্মা বর্তমানে পরিচালনা করছেন স্যামসন চৌধুরীর চার ছেলেমেয়ে। গত কয়েক বছরে কোম্পানিটি ব্যাপক মুনাফা অর্জন করলেও শেয়ারের দাম তেমন একটা বাড়ছে না। তবে শেয়ারের দামের পতন হলে কোম্পানির পরিচালকেরা বাজার থেকে শেয়ার কেনার উদ্যোগ নেন। এ পদক্ষেপ আগেও দেখা গেছে এবং তা বর্তমানে আবারও পুনরাবৃত্তি হচ্ছে।

গত এক মাসে স্কয়ার ফার্মার শেয়ারের সর্বনিম্ন মূল্য ছিল ২১৪ টাকা। গতকাল শেয়ারের সর্বোচ্চ মূল্য দাঁড়িয়েছে ২১৭ টাকা ৫০ পয়সা। এ সময়ে পরিচালকেরা শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। অঞ্জন চৌধুরী ১৮ ফেব্রুয়ারি ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা দেন। ওই সময় স্কয়ার ফার্মার প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ২১৫ টাকা। সেই হিসাবে ১৫ লাখ শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৩২ কোটি ২৫ লাখ টাকা। ৩০ কার্যদিবসের মধ্যে তাঁর এই শেয়ার কেনার কথা।

এদিকে কোম্পানির চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী গতকাল ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত