Homeঅর্থনীতিতিতাস গ্যাসের ১৬১০২ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

তিতাস গ্যাসের ১৬১০২ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন


তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে কয়েকটি জেলায় ১৬ হাজার ১০২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

ঢাকার কেরানীগঞ্জ, সাভার, ধানমন্ডি, মিরপুর ও গুলশান; গাজীপুর ও টঙ্গী; ময়মনসিংহ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও মেঘনাঘাট এবং নরসিংদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির নিজস্ব জনবল দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।

গত সেপ্টেম্বর থেকে গতকাল বুধবার পর্যন্ত অভিযান পরিচালনা করে ১২৮টি শিল্প, ৭৮টি বাণিজ্যিক ও ১৫ হাজার ৮৯৬টি আবাসিকসহ মোট ১৬ হাজার ১০২টি অবৈধ গ্যাস সংযোগ এবং ৩৯ হাজার ৭৬৪টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে দিনে ১ কোটি ৬ লাখ ২৬ হাজার ২৩৩ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে। যার মূল্য প্রায় ৪৮ লাখ ৬৪ হাজার ১১৯ লাখ টাকা। এ ছাড়া, এসব অভিযানে ৮৬ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে এবং গত নভেম্বরে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত