বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র ও অতিরিক্ত আলোকসজ্জার জন্য ৫ থেকে ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ লাগে। তিনি বলেন, এজন্য আমরা ইমাম সাহেব এবং মুসল্লিদের মাধ্যমে সবাইকে অনুরোধ জানিয়েছি— এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখার জন্য। এই ২৫ ডিগ্রি বেশ ভালো তাপমাত্রা। এ তাপমাত্রায় মানুষ খুব আরামে ইবাদাত করতে পারবে।
রবিবার (২ মার্চ) আসরের নামাজের পর রাজধানীর কাকরাইলে সার্কিট হাউজ জামে মসজিদে বিদ্যুৎ সাশ্রয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে যান। সেখানে নামাজ আদায়ের পর মসজিদের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, শুধু আমাদের দেশে না, মালয়েশিয়াতেও বলা হয়েছে— এসির তাপমাত্রা যেন ২৫ ডিগ্রিতে থাকে।
তিনি বলেন, বাসা-বাড়িতে অতিরিক্ত বিদ্যুৎ অপচয় না করার অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি শপিংমলে যেন অতিরিক্ত আলোকসজ্জা না করা হয়। জুয়েলারি শপেও যেন অতিরিক্ত আলোকসজ্জা না করা হয়।
তিনি জানান, রমজান মাসে অতিরিক্ত বিদ্যুতের চাহিদা মেটানো এবং লোডশেডিং না দিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে চার কার্গো অতিরিক্ত এলএনজি আমদানির করা হচ্ছে। এতে করে রমজান মাসে কোনও লোডশেডিং হবে না বলে আশা করছি।