যেকোনো ব্র্যান্ডের পুরোনো এসি বদলে ২৫ শতাংশ ছাড়ে নতুন এসি কেনার সুযোগ দিচ্ছে দেশীয় ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটন। আজ বুধবার রাজধানীর করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিশেষ ‘এক্সচেঞ্জ অফার’ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে জানানো হয়, ওয়ালটনের ইনভার্টার এসির নির্দিষ্ট মডেলের পিসিবিতে ৫ বছরের ওয়ারেন্টি সুবিধা দেওয়া হচ্ছে, যা বাংলাদেশে প্রথমবারের মতো চালু করল প্রতিষ্ঠানটি। পাশাপাশি, ইনভার্টার এসির কম্প্রেসরে ১০ বছর পর্যন্ত ওয়ারেন্টি, ৩ বছরের স্পেয়ার পার্টস ওয়ারেন্টি, ১ বছরের ফ্রি সার্ভিস ও ফ্রি ইনস্টলেশন সুবিধা থাকবে।
ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তানভীর রহমান বলেন, ‘পুরোনো এসি বদলে নতুন এসি কেনার ক্ষেত্রে গ্রাহকদের জন্য এটি একটি বড় সুযোগ। সর্বাধুনিক প্রযুক্তি ও উন্নত ফিচারসমৃদ্ধ এসি আরও সহজলভ্য করতে আমরা এ অফার নিয়ে এসেছি।’
ওয়ালটন জানিয়েছে, তাদের প্রতিটি এসি আন্তর্জাতিক মানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে মান নিয়ন্ত্রণ সনদপ্রাপ্ত। এ ছাড়া, দেশব্যাপী ৮২টি সার্ভিস সেন্টারের মাধ্যমে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দেওয়া হচ্ছে।
অফারটি চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত এটি চলবে বলে জানিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ।