ইস্টার্ন হাউজিং লিমিটেডের চেয়ারম্যান মনজুরুল ইসলামের পক্ষ থেকে বিভিন্ন জেলায় সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণ করা জেলাগুলো হলো-কিশোরগঞ্জ, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, ফেনী ও পঞ্চগড়। সম্প্রতি এসব কম্বল সংশ্লিষ্ট জেলা প্রশাসনের দপ্তরে হস্তান্তর করা হয়।
এ ছাড়া, রাজধানীর বিভিন্ন স্থানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইস্টার্ন হাউজিং লিমিটেডের কর্মকর্তার উপস্থিতিতে শীতবস্ত্র বিতরণ করা হয়। জেলা প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হওয়ায় সাধারণ মানুষ সন্তুষ্টি প্রকাশ করেন।