জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার রুবেল হোসেন; যিনি বর্তমানে জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহার একজন ডিলার হিসেবে সুনামের সঙ্গে ব্যবসা করছেন। ব্যবসায়ী হলেও ক্রিকেটের সঙ্গে তাঁর সম্পর্কটা রয়েছে আগের মতোই। এবার বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলছেন তিনি। কিন্তু সতীর্থদের তাঁর নিজের শোরুম দেখার আমন্ত্রণ জানাতে ভোলেননি তিনি।
২ ফেব্রুয়ারি খুলনা টাইগার্সের পুরো টিম হাজির হয় রুবেল এক্সপ্রেসে। তাঁদের মধ্যে ইংল্যান্ডের অ্যালেক্স রোস, পাকিস্তানের মুহাম্মাদ নেওয়াজ, অস্ট্রেলিয়ার উইলিয়াম বসিস্তসহ বাংলাদেশের হাসান মাহমুদ, মাহমুদুল হাসান জয় ও অন্যান্য তারকা খেলোয়াড় উপস্থিত ছিলেন। পুরো শোরুম তাঁরা ঘুরে দেখেন। এ সময় ইয়ামাহার মতো একটি বিশ্বখ্যাত ব্র্যান্ডের সঙ্গে যুক্ত থাকার জন্য তাঁরা রুবেল হোসেনের প্রশংসা করেন।