Homeঅর্থনীতিইউরোপে বাংলাদেশের সম্ভাবনাকে তুলে ধরেছে ‘বেস্ট অব বাংলাদেশ’

ইউরোপে বাংলাদেশের সম্ভাবনাকে তুলে ধরেছে ‘বেস্ট অব বাংলাদেশ’


ইউরোপের মাটিতে দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘বেস্ট অব বাংলাদেশ’ প্রদর্শনীতে উঠে এসেছে বাংলাদেশের বৈচিত্র্যময় শিল্প ও বাণিজ্যিক সম্ভাবনার উজ্জ্বল প্রতিচ্ছবি। বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের (বিএই) উদ্যোগে এবং পিডিএস লিমিটেডের সহায়তায় আমস্টারডামের বেয়ার্স ভ্যান বারলেজে আয়োজিত এই দুই দিনব্যাপী প্রদর্শনী ও সম্মেলনে ইউরোপজুড়ে ৪০টির বেশি প্রতিষ্ঠান এবং প্রায় ১ হাজার ৫০০ জন দর্শনার্থী অংশ নিয়েছে।

এই সম্মেলনে পাঁচটি ভিন্ন বিষয় নিয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এর মধ্যে রয়েছে ‘বাংলাদেশ: অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিনিয়োগের সুযোগ’, ‘বাংলাদেশ: ভবিষ্যৎ বৈশ্বিক সোর্সিং হাব’, ‘বাংলাদেশ: কর্মীদের ক্ষমতায়ন এবং উদ্ভাবন’, ‘বাংলাদেশ: কৃষি সঠিকভাবে সাজানো’ এবং ‘বাংলাদেশ: ডিজিটাল সম্ভাবনা’।

প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল ফ্যাশন রানওয়ে যেখানে উদ্ভাবন, টেকসই উৎপাদন, আধুনিক নকশা এবং উন্নত মানের পণ্য প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের পোশাকশিল্পের সক্ষমতা ও সম্ভাবনা তুলে ধরা হয়। শিন শিন গ্রুপ, প্যাসিফিক নিট ডিভিশন, টিম গ্রুপ এবং সেন্ট্রোটেক্স গ্রুপ তাদের উদ্ভাবনী ও বৈচিত্রময় ফ্যাশন কালেকশন র‍্যাম্পে ইউরোপীয় ফ্যাশন ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের সামনে প্রদর্শন করে।

বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোস্তাফিজ উদ্দিন বলেন, ‘বেস্ট অব বাংলাদেশ ২০২৫-এর আয়োজন আমাদের বাণিজ্যিক অবস্থানকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও সুদৃঢ় করেছে। এই আয়োজন শুধু একটি প্রদর্শনী ছিল না; এটি ছিল পরিবর্তনের একটি প্ল্যাটফর্ম, যা বাংলাদেশের সম্ভাবনাকে ইউরোপের সামনে দৃশ্যমান করেছে। আমি এই অনুষ্ঠানের সফলতায় অবদান রাখা সব প্রদর্শক, পৃষ্ঠপোষক ও অংশীদারদের আন্তরিক ধন্যবাদ জানাই।’

এ প্রদর্শনীতে পোশাক, চামড়া, পাট ও হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি, কৃষিপণ্য, পোলট্রি, খাদ্যপণ্য ও বীজ—এই আট প্রধান খাতের মোট ৩২টি প্রতিষ্ঠান অংশ নেয়।

ইউরোপের মাটিতে দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘বেস্ট অব বাংলাদেশ’ প্রদর্শনী হয়েছে। ছবি: সংগৃহীত

প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আউস বাংলা জুটেক্স লিমিটেড, অ্যাগ্রোনোচেইন, ব্রেইন স্টেশন ২৩, বিজেআইটি গ্রুপ, বন্ডস্টেইন টেকনোলজিস লিমিটেড, কান্ট্রিঅ্যাগ্রো, সেন্ট্রোটেক্স লিমিটেড, ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড, ডেলমাস অ্যাপারেলস প্রা. লি., নিট এশিয়া লিমিটেড, কেডিএস গ্রুপ, লাল তীর সিড লিমিটেড, লেদারিনা প্রা. লি., ম্যাপড ইন বাংলাদেশ, মেরিডিয়ান ফুডস লিমিটেড, নয়েজ জিন্স, নারিশ ফিডস লিমিটেড, পিডিএস লিমিটেড, পিডিএস ভেঞ্চার, গুড আর্থ, স্মার্টেক্স, প্যাসিফিক নিট ডিভিশন, প্যাডডক্স জিন্স, পোলকাফ্লেক্স, প্রাণ ফুডস লিমিটেড, প্যারাগন গ্রুপ, রাইজিং গ্রুপ, রিভার্স রিসোর্সেস, রুহরোজ স্টুডিও আরবিটিএ, সিমকো স্পিনিং অ্যান্ড টেক্সটাইলস লিমিটেড (সাইক্লো), শিন শিন অ্যাপারেলস লিমিটেড, তারাঙ্গো, তূর্য টেক্স লিমিটেড, টিম গ্রুপ এবং জেজিয়াং ওয়েইক্সিং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কো. লি.।

ইউরোপের মাটিতে দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘বেস্ট অব বাংলাদেশ’ প্রদর্শনী হয়েছে। ছবি: সংগৃহীত

ইউরোপের মাটিতে দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘বেস্ট অব বাংলাদেশ’ প্রদর্শনী হয়েছে। ছবি: সংগৃহীত

এই আয়োজনে সহযোগী রয়েছে সিটি ব্যাংক পিএলসি, বাংলাদেশ এবং কেডিএস গ্রুপ। পাশাপাশি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত