Homeপ্রবাসের খবর১১৮তম প্রাইজবন্ড ড্র অনুষ্ঠিত – প্রবাস খবর

১১৮তম প্রাইজবন্ড ড্র অনুষ্ঠিত – প্রবাস খবর


২রা ফেব্রুয়ারি ২০২৫, বহু প্রতীক্ষিত প্রাইজবন্ডের ১১৮তম ড্র অনুষ্ঠিত হয়েছে। যদিও এটি ৩১শে জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু শুক্রবার হওয়ায় এবং সরকারি ছুটির দিন থাকার কারণে এটি পিছিয়ে দেওয়া হয়।

এই ড্রয়ে মোট ৮১টি সিরিজের অন্তর্ভুক্ত ছিল, অর্থাৎ প্রতিটি সিরিজের জন্য একটি প্রথম পুরস্কার রয়েছে। এই ড্রয়ের প্রথম পুরস্কারের নম্বর হল ০৬০৩৯০৮। এই নম্বরটি ৮১টি সিরিজের মধ্যেই রয়েছে, এবং প্রত্যেক বিজয়ী ৬ লক্ষ টাকা করে পাবেন।

দ্বিতীয় পুরস্কার পেয়েছে ০৮২৯৩২০ নম্বর। একইভাবে, ৮১টি সিরিজের অধীনে ৮১ জন দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩ লক্ষ ২৫ হাজার টাকা পাবেন।

রোববার (২ ফেব্রুয়ারি) ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়।

প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের মোট ৮১টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যা এবারে পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়েছে।

একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) এই ‘ড্র’ পরিচালিত হয়। এগুলো হলো- কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক, গখ, গগ, গঘ, গঙ, গচ, গছ, গজ, গঝ, গঞ, গট, গঠ, গড, গঢ়, গথ, গদ, গন, গফ, গব, গম, গল, গশ, গষ, গপ, গস, গহ, ঘক,ঘখ এবং ঘগ এই ‘ড্র’-এর আওতাভুক্ত।

এছাড়া তৃতীয় পুরস্কার এক লাখ টাকা করে দু‌টি এগুলো হলো-০১৬৭৭১৯ ও ০৩৩৪৬৭০। চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা বিজয়ী নম্বর দুটি হলো ০২০৩৬০৭ ও ০২১৯১৮৫। পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে পাবেন ৪০ জন। তাদের নম্বরগুলো হলো-

০০১২৪৭০, ০০১৭০৬০, ০০২৩২১২, ০০৫৩৩৭৪,  ০০৬৭৯২৯, ০০৯৫২৮৬, ০১০৪৪০৯, ০২০৫০৬০,  ০২০৮৬৩৯, ০২৩৮৫২২, ০২৪৩৫০৪, ০২৫৩২০১, ০২৭৫৬৩৮, ০৩৩৬৯১৭, ০৩৪৭০০৩, ০৩৬৪২০২, ০৩৮৪৪৬৫, ০৪৩৩২৯৩, ০৪৬৬১২৬, ০৫১৬০০৩, ০৫২২২৭৯, ০৫৩৭৬০৪, ০৫৭৬২৬২, ০৫৮৩৫৪৭, ০৬০৬১১৮, ০৬০৬৮৭৭, ০৬৫১৫৫২, ০৬৫৫৯৯০,  ০৬৬৩০৭৫, ০৬৮০০৪১, ০৬৮০৬২১, ০৬৯৩২৫১,  ০৭২২৩৪৮, ০৭৪৪৮০২, ০৭৪৭৮৬৩, ০৭৮৭৪৮৯, ০৮১৫৬২৩, ০৮৬০৮০১, ০৯৩২৮৮৭ ও ০৯৩৯৯২৫।
 
প্রাইজবন্ডের পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যার প্রতিটি সিরিজের সেই সংখ্যার বন্ড একই পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়।

বিজয়ীদের আয়কর আইন ২০২৩ এর ১১৮ ধারার নির্দেশনা অনুযায়ী প্রাইজবন্ডে পুরস্কারের অর্থ থেকে ২০ শতাংশ হারে উৎসে কর দিতে হবে।

ড্রয়ের নির্ধারিত তারিখ থেকে ৬০ দিন আগে (বিক্রির তারিখ ধরে ও ড্রয়ের তারিখ বাদ দিয়ে) যেসব প্রাইজবন্ড বিক্রি হয়েছে, সেগুলো এ ড্রয়ের আওতাভুক্ত হবে বলে জানা গেছে।

পুরস্কারের পরিমাণের হিসাব:
✧ প্রথম পুরস্কারের পরিমাণ: ৬ লক্ষ x ৮১ = ৪ কোটি ৮৬ লক্ষ টাকা
✧ দ্বিতীয় পুরস্কারের পরিমাণ: ৩ লক্ষ ২৫ হাজার x ৮১ = ২ কোটি ৬৩ লক্ষ ২৫ হাজার টাকা
✧ তৃতীয় পুরস্কারের পরিমাণ: ১ লক্ষ x ৮১ x ২ = ১ কোটি ৬২ লক্ষ টাকা
✧ চতুর্থ পুরস্কারের পরিমাণ: ৫০ হাজার x ৮১ x ২ = ৮১ লক্ষ টাকা
✧ পঞ্চম পুরস্কারের পরিমাণ: ১০ হাজার x ৮১ x ৪০ = ৩ কোটি ২৪ লক্ষ টাকা

মোট পুরস্কারের পরিমাণ: ১৩ কোটি ১৬ লক্ষ ২৫ হাজার টাকা।

এ ইউ/ 



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত