Homeপ্রবাসের খবরশিল্পকলা মহাপরিচালক জামিল আহমেদের পদত্যাগ

শিল্পকলা মহাপরিচালক জামিল আহমেদের পদত্যাগ


বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ পদত্যাগ করেছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একাডেমির সচিবের কাছে পদত্যাগপত্র তুলে দিচ্ছেন সৈয়দ জামিল আহমেদ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ‘মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব’-এর সমাপনী আয়োজনে প্রধান অতিথি বক্তৃতার মাঝখানে একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনের হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি।

সৈয়দ জামিল আহমেদ বলেন, ‘এখানে কাজ করা সম্ভব হবে না। আমার এখন নিজের কাজে ফিরে যাওয়া দরকার। শিল্পকলা একাডেমির কাজটা যদি করতে না দেয়া হয়, পদে পদে বাধা দেয়া হয়, তাহলে আমার এখানে থেকে লাভ নেই।’

তিনি বলেন, ‘আমাকে বাধা দেয়া হয়েছিল যে আমরা আদিবাসী শব্দটা বলতে পারব না। আমি বলছি আদিবাসী জনগণের দাবি পূরণ হোক। তাদের বিরুদ্ধে নির্যাতন বন্ধ হোক। তাদের অধিকার অর্জিত হোক।’

তিনি আরও বলেন, ‘আমি বৈষম্যহীন বাংলাদেশ চাই। শহীদদের রক্ত সার্থক হোক। আমরা ভুলে যাচ্ছি গণ-অভ্যুত্থানের কথা। গণ-অভ্যুত্থানে আমরা যে বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলাম, সেটা সত্যিকারভাবে সার্থক হোক। আমি আশা করি বাংলাদেশ শিল্পকলা একাডেমি ভবিষ্যতে নিরলস পরিশ্রম করে যাবে।’

তবে শিল্পকলার সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন জানান, শিল্পকলার মহাপরিচালকের পদত্যাগপত্র গ্রহণের এখতিয়ার তার নেই।

তিনি বলেন, ‘শিল্পকলার সচিব হিসেবে এটি (পদত্যাগপত্র) শুধু হাতে নিয়েছি। কিন্তু শিল্পকলা একাডেমির কোনো কর্মকর্তা-কর্মচারী এই পদত্যাগপত্র গ্রহণ করেননি।’

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের মধ্যদিয়ে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের ৯ সেপ্টেম্বর শিল্পকলার মহাপরিচালকের দায়িত্ব নেন অধ্যাপক জামিল আহমেদ। এর সাড়ে পাঁচ মাস পর পদ ছাড়লেন তিনি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত