Homeপ্রবাসের খবরমৃত শাশুড়িকে দেখতে গিয়ে প্রাণ গেলো মা-ছেলের

মৃত শাশুড়িকে দেখতে গিয়ে প্রাণ গেলো মা-ছেলের


মৃত শাশুড়ির লাশ দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনা মা-ছেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে কক্সবাজারের চকরিয়ার উত্তর হারবাং গয়ালমারা স্টেশন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন- রামুর দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা ছরারকুল এলাকার মাস্টার শফিউল আলমের মেয়ে আইরিন নিগার আকাশী (৩৩) ও তার ছয় মাসের শিশু মো. আরহাম।

এর আগে রোববার সন্ধ্যায় আইরিন নিগারের শাশুড়ি মারা যান। তাকে দেখতে রাতের বাসে ভাইকে নিয়ে সন্তানসহ চট্টগ্রামের আনোয়ারা যাচ্ছিলেন আইরিন। কিন্তু চকরিয়ায় বাসের সঙ্গে পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে মা-ছেলের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ যাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এদিন রাতে কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া হানিফ পরিবহনের বাসটি উত্তর হারবাং গয়ালমারা স্টেশন এলাকায় পৌঁছালে একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান চালকের পেছন সিটে বসা আইরিন নিগার। এতে আহত হয় আইরিনের ৬ মাসের শিশু আরহামসহ ১৫ জন। পরে তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবরাহাম মারা যান।

আইরিনের নিকটাত্মীয়রা জানান, বিয়ের পরও চাকরির খাতিরে আইরিন নিগার আকাশী বাবার বাড়িতে থাকতেন। ৯ ফেব্রুয়ারি নিগারের বাবা মাস্টার শফিউল আলম মারা যান। এর আগে ২০১৪ সালের ১৯ রমজান নিগারের মা রেবেকা জান্নাত রেখা চেইন্দা কাইম্মারঘোনা এলাকায় গাড়িচাপায় মারা যান। অবশেষে মৃত শাশুড়িকে দেখতে গিয়ে সন্তানসহ কবরের বাসিন্দা হলো সে।

চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ মো. আরিফুল আমিন বলেন, বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মা-ছেলের মৃত্যু হয়। খবর পেয়েছি বাসটির চালক ফোনে কথা বলেই গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়েন। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত