মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ঔপনিবেশিক আমলে ব্রিটিশদের দ্বারা নির্মিত ৯১ বছরের পুরোনো আভা সেতু (পুরাতন সাগাইং সেতু নামেও পরিচিত) ধসে পড়েছে।
মিয়ানমারের গণমাধ্যম দ্য ইরাবতী জানিয়েছে, ইরাবতী নদীর ওপর নির্মিত আভা সেতুটি দীর্ঘদিন ধরে মান্দালয় এবং সাগাইং অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করে আসছিল। আজ দুপুরে মান্দালয়ে সাত দশমিক তিন মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে সেতুটি ধসে পড়েছে।
এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা জানায়নি ইরাবতী। তবে প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের কারণে মিয়ানমার ছাড়াও প্রতিবেশী থাইল্যান্ডে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
ভূমিকম্পে মান্দালয়, নেইপিদো ও অন্যান্য এলাকায় বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে বলেও জানিয়েছে ইরাবতী।
এম এইচ/