মালয়েশিয়ায় কাগজপত্রবিহীন অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৭৫ জন অভিবাসী আটক হয়েছে। আটককৃতদের মধ্যে ১১ বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া ও মিয়ানমারের ২৮ নারীও রয়েছে।
অভিবাসন বিভাগের জোহর রাজ্যের ডিরেক্টর মো. রুশদি মো. দারুস জানান, গেল মঙ্গল ও বুধবার পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে বেশিরভাগই মিয়ানমার ও ইন্দোনেশিয়ার নাগরিক। প্রথম অভিযানটি বিকেল ৩টায় জোহর বারুর পাইকারি বাজার পান্দানে চালানো হয়। সেখানে ২০টি প্রতিষ্ঠানের ৬৬ জনের কাগজপত্র যাচাইবাছাই শেষে ৩৫ জনকে আটক দেখানো হয়। দ্বিতীয় অভিযানটি চালানো হয় রাত সাড়ে ১২টায় বান্দার বারু পারমাস জায়ায়। সেখানে ৯টি দোকানে ৬৪ জনের কাগজপত্র যাচাইবাছাই শেষে ৪০ জনকে আটক দেখানো হয়।
আটককৃতদের মধ্যে ১১ বাংলাদেশি ছাড়াও ৯ নারীসহ ৩০ জন মিয়ানমার, ১৯ নারীসহ ৩০ জন ইন্দোনেশিয়া, দুজন পাকিস্তান ও দুজন ভিয়েতনামের নাগরিক।
আটকের পর তাদের সেতিয়া ট্রোপিকা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে বলে অভিবাসন বিভাগের পক্ষ থেকে জানানো হয়। সেখানে চূড়ান্ত যাচাইবাছাই শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।