Homeপ্রবাসের খবরমালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের বিশেষ ব্যবস্থাপনায় ২৭ হাজার পাসপোর্ট বিতরণ 

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের বিশেষ ব্যবস্থাপনায় ২৭ হাজার পাসপোর্ট বিতরণ 


প্রবাসে পাসপোর্টের জন্য আবেদন করে সময়মতো হাতে না পাওয়ার অভিযোগ পুরাতন। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্টের আবেদন ও বিতরণ নিয়ে অনেক দুর্নীতির ও হয়রানির অভিযোগ আছে। এসব দুর্নীতি বা অভিযোগকে মিথ্যা প্রমাণ করার জন্য দূতাবাস থেকে নেওয়া হয় নানা উদ্যোগ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সরকারি ছুটির দিনগুলোতে বিভিন্ন প্রদেশে অস্থায়ী কনস্যুলার সেবা দেওয়া হয়।

স্থানীয় সময় সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরের ভেরিফাইড ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থাপনায় ২৭ হাজার পাসপোর্ট বিতরণ করা হয় এক মাসে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মালয়েশিয়ার মাসব্যাপী (১২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি ২০২৫) ২৬ হাজার ৯৬১টি পাসপোর্ট প্রবাসীদের মধ্যে সরাসরি বিতরণ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য, ১৪ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত সরকারি ছুটির দিনসহ সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত পাসপোর্ট বিতরণ করা হয়।

এ ছাড়াও অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে মোবাইল ফোনে কনসুলার টিমের মাধ্যমে সরকারি ছুটির দিনগুলোতে কুয়ালালামপুর রাজধানীর বাইরে বাংলাদেশি অধ্যুষিত শহরগুলোতে যেমন- পেনাং, জহুরবারু, মেলাক্কা, কুয়ানতান এবং কেলাং জেলার শহরগুলোতে পাসপোর্ট বিতরণ করা হয়। এর মধ্যে সব থেকে বেশি জহুর বারু ও পেনাং একাধিকবার কনস্যুলার সেবা দেওয়া হয়।

সরাসরি পাসপোর্ট দেওয়ার পাশাপাশি, পোস্ট লাজুতে অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে পাসপোর্ট বিতরণ অব্যাহত রয়েছে বলে উল্লেখ করা হয়। এসব কনস্যুলার সেবা সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা বিভিন্ন স্পটে গিয়ে তদারকি করেন হাইকমিশনার মো. শামীম আহসান।

এ ছাড়া উল্লেখযোগ্য হলো, ছুটির দিনগুলোতে হাইকমিশনারসহ, ডেপুটি হাইকমিশনার, প্রতিরক্ষা উপদেষ্টা, মিনিস্টারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা দূতাবাসে উপস্থিত থাকেন এবং পাসপোর্ট বিতরণে অংশগ্রহণ করেন। এমন সেবা পেয়ে প্রবাসীরা খুশি হলেও সময় মতো পাসপোর্ট না পেয়েও অনেকে আছেন দুশ্চিন্তায়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত