বিয়ে করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দীর্ঘদিন প্রেমের পর প্রযোজক-পরিচালক আদনান আল রাজিব ও মেহজাবীন বিয়ে করেছেন তারা চলতি বছরের ভালোবাসা দিবসে বিয়ে করেন। নেটদুনিয়ায় গেলেই তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের ছবি এখন ভাইরাল। তবে আকদের ছবি সামনে আনেননি মেহজাবীন। একটু দেরিতেই সেই প্রকাশ করলেন অভিনেত্রী।
মেহজাবীন শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে আকদের ছবি প্রকাশ করেন। সঙ্গে জানিয়েছেন, মায়ের বিয়ের শাড়িতেই বিয়ে সেরেছেন তিনি।নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মেহজাবীন লিখেছেন, আমাদের আক্দ হয় ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসার দিনে; আদনান এবং আমি আমাদের পরিবারের সদস্যদের ও কাছের মানুষের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হলাম। আমাদের জীবনের একটি বিশেষ দিন ছিল এটি, যা আরও অর্থবহ হয়ে উঠেছিল আমাদের প্রিয় মানুষদের উপস্থিতিতে।
বিশেষ এই দিনে মায়ের আকদের শাড়ি পরা নিয়ে অভিনেত্রী। এ নিয়ে তিনি লিখেছেন, আমার মা তার আকদের দিনে যে শাড়ি পরেছিলেন, সেই শাড়িই আমাকে উপহার দিয়েছেন। আমার বিশেষ দিনে সেটি পরতে পারা ছিল মায়ের কাছ থেকে প্রাপ্ত সবচেয়ে সুন্দর উপহার।
মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব প্রেম করছেন দীর্ঘদিন ধরেই। প্রায়ই একসঙ্গে দেখা যেত তাদের। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজেদের বিভিন্ন ছবি পোস্ট করতেন তারা। তবে প্রেম নিয়ে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি তারা। যদিও এখন এই দুই তারকার দীর্ঘ ১৩ বছরের প্রেম আর বিয়ের খবরে তাদের ভক্তরা বেশ খুশি। তাদের ভক্তরা শুভকামনা জানাচ্ছেন জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য।
এস এইচ/