সৌদি প্রবাসী আনোয়ারা বেগম। তিনি মানিকগঞ্জ জেলার সদর উপজেলার পশ্চিম দাশোরা গ্রামের বাসিন্দা। জীবিকার তাগিদে কিংবা স্বপ্ন পূরনের আয়োজনে গিয়েছিলেন সৌদি আরব। কিন্তু ভাগ্য খুব একটা সয়াহ্য হোননি তার উপর । মানসিক ভারসাম্য হারিয়ে ফিরে আসতে হয়েছে দেশে।
সৌদি আরব থেকে তিনি দেশে ফিরেছেন শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে। সৌদি এয়ারলাইনস যোগে দেশের ফেরেন তিনি। তবে দেশে ফিরে পাচ্ছিলেন না স্বজনদের। সকালে বিমানবন্দরে উদ্দেশ্যহীন চলাফেরা দেখে ওই প্রবাসীকে এপিবিএন সদস্যরা নিয়ে যান তাদের অফিসে। এরপর রেমিট্যান্স যোদ্ধার পরিবার খুঁজে নিরাপদে হস্তান্তরের জন্য পাঠান ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কাছে।
আনোয়ারা বেগমকে ২০২৩ সালের অক্টোবর মাসে রিক্রুটিং এজেন্সি FUTURE PLACE Ltd. গৃহকর্মী হিসেবে সৌদি আরবে পাঠায়। সেখানে কর্মরত অবস্থায় মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি,। পরে তাঁকে দেশে ফেরত পাঠানো হয়।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভুক্তভোগী ওই প্রবাসীর কাছে নেই কোনো ডকুমেন্ট। বলতে পারেন না পরিবারের তথ্য। তিনি বর্তমানে ব্র্যাক লার্নিং সেন্টার আশকোনায় আছেন।
আজ শনিবার তার পরিবারের সন্ধান পাওয়া গেছে।মানিকগঞ্জ থেকে রওয়ানা করেছেন তার পরিবার। বিকেলে তাঁকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এম এইচ/