Homeপ্রবাসের খবরভেঙে গেল তামান্না-বিজয়ের প্রেম – প্রবাস খবর

ভেঙে গেল তামান্না-বিজয়ের প্রেম – প্রবাস খবর


সম্পর্কের শুরু থেকেই কোনো লুকোছাপা করেননি তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা। শুরু প্রেম নয়, বিয়ের কথাও এসেছিলে অনেক গণমাধ্যমে। এমনও শোনা গিয়েছিল, চলতি বছরই বিয়ে করছেন তামান্না ও বিজয়। তবে বিয়ে তো দূরের কথা, সপ্তাহখানেক হলো তাদের প্রেমের সম্পর্কটাই নাকি ভেঙে গেছে।

দুই তারকার একটি ঘনিষ্ঠ ভারতীয় গণমাধ্যম সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন, বিচ্ছেদ হলেও নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান তাঁরা। তবে তামান্না ও বিজয়ের বিচ্ছেদের কারণ জানা যায়নি। তবে বিচ্ছেদ নিয়ে তামান্না বা বিজয় কেউই আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

২০২৩ সালে নেটফ্লিক্সের সিরিজ ‘লাস্ট স্টোরিজ ২’-এর শুটিংয়ে প্রেমে পড়েন তামান্না ও বিজয়। বিষয়টি নিয়ে চর্চা হতেই তাঁরা প্রেমের কথা স্বীকার করে নেন। তারপর থেকে বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিতই একসঙ্গে দেখা যেত তাঁদের।

অন্যদিকে বিজয় এই সময়ের বলিউডের শীর্ষ তরুণ অভিনেতাদের একজন। গত বছর তাঁর অভিনীত সিরিজ ‘আইসি ৮১৪: দ্য কান্দাহার হ্যাইজ্যাক’ প্রশংসিত হয়।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত